বরিশালে গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ১১ স্কুলছাত্রী

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুন ২০২২, ২১:১১

পরীক্ষা চলাকালে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়লে ১১ জন স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুল সূত্রে জানা যায়, সোমবার দুপুর বেলা পরীক্ষা চলাকালে জেলার বাকেরগঞ্জ উপজেলার ৩নং দাড়িয়াল ইউনিয়নের কামারখালি স্কুলের আট শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তারা সকলেই নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। প্রথমে তাদের প্রাথমিক চিকিৎসা দিলেও সুস্থ না হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

কামারখালি স্কুলের এক শিক্ষক জানায়, দীর্ঘদিন যাবত শ্রেণিকক্ষের সকল ফ্যান নষ্ট হওয়ার পরেও ফ্যানগুলোর মেরামত বা নতুন ফ্যান ক্রয় করেনি স্কুলের প্রধান শিক্ষক। ক্লাস রুমে ফ্যান না থাকার কারণে তীব্র গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছেন।

অসুস্থরা হলেন- নিপা, সাজিয়া, রিমি, সেফা, সাদিয়া, তিন্নি, পাখি, মুন্নিসহ ১১ জন।

কামারখালি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জলিল আকন বলেন, সোমবার অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরো বলেন, ১১ জনের ভেতর চারজনকে সন্ধ্যায় চিকিৎসা শেষে বাসায় পাঠানো হয়েছে বাকি সাতজনকে মঙ্গলবার বাসায় যেতে পারবেন বলে চিকিৎসক জানিয়েছেন।

(ঢাকাটাইমস/১৩জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :