বিএসএমএমইউয়ে বিশ্ব রক্তদাতা দিবস পালিত

প্রকাশ | ১৪ জুন ২০২২, ১৪:১৪

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস-২০২২ পালিত হয়েছে। 

মঙ্গলবার সকাল ৮টার দিকে বিএসএমএমইউর বি-ব্লকের সামনে দিবসটি উপলক্ষে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ একটি শোভাযাত্রা বের করে। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘ডোনেটিং ব্লাড ইজ অ্যান অ্যাক্ট অব সলিডারিটি, জয়েন দ্য ইফোর্ট অ্যান্ড সেভ লাইভ’ অর্থাৎ রক্তদান একটি সম্মিলিত প্রয়াস, এই প্রয়াসে সংযুক্ত হন, রক্তদান করুন ও জীবন বাঁচান।’ 
 
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বিএসএমএমইউ সব সময় রক্ত সঞ্চালন বিভাগ নিয়ে গর্ব করে। রক্ত সঞ্চালন বিভাগটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৮ অক্টোবর নিজে উদ্বোধন করেন। রক্ত সঞ্চালন বিভাগটি ইতিহাসের অংশ।’

উপাচার্য  বলেন, ‘আমরা মানুষের জীবন বাঁচানোর জন্য কাজ করি। বিএসএমএমইউয়ে কর্মরত যারা রয়েছেন তারা দিনরাত পরিশ্রম করে মানুষের জীবন বাঁচিয়ে চলেছেন। জীবন বাঁচানোর একটি অংশ হলো রক্তদান। বছরে তিন বার রক্ত দিলেও কোনো সমস্যা হয় না বরং রক্ত সঞ্চালন ভালো থাকে।’

মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘মেয়েরা অনেকটা রক্তশূন্য হলেও মারা যায় না। কারণ তারা মেনুস্ট্রাল সাইকেলের জন্য এ বিষয়ে এডাপ্ট হয়ে যায়। পুরুষ যদি বছরে তিন বার রক্ত দান করেন তারাও শারীরিকভাবে এডাপ্টেশন হয়ে যায়। রক্ত দিলে ক্ষতি হয় না বরং লাভ হয়। রক্তাদানে মানুষ সদকায়ে জারিয়া পায়।’

শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু আহ্বান জানিয়েছিলেন চিকিৎসকরা যেন সব রোগীকে সমান চোখে দেখেন এবং সেভাবেই সেবা দেন। আমরা যেন তা পালন করি। রক্ত দেওয়া অত্যন্ত সম্মানের বিষয়। আমরা নিজ নিজ জন্মদিনেও রক্ত দিতে পারি। ১৮ বছর থেকে ৬০ বছরের মধ্যে আমারা সবাই যেন রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাতে অবদান রাখি।’
  
এ সময় বিএসএমএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) একেএম মোশাররফ হোসেন, ট্রান্সফিউশন মেডিসিন  বিভাগের চেয়ারম্যান আয়েশা খাতুন, সাবেক চেয়ারম্যান মো. আসাদুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. আতিয়ার রহমান, সহকারী অধ্যাপক ডা. শেখ সাইফুল ইসলাম শাহীন, কাউন্সিলর ও মিডিয়া সেলের সমন্বয়ক সুব্রত বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৪জুন/এএ/এফএ)