কাতার বিশ্বকাপের ৩২ দল চূড়ান্ত, দেখে নিন কোন গ্রুপ কোন দল

প্রকাশ | ১৫ জুন ২০২২, ১৭:২২ | আপডেট: ১৫ জুন ২০২২, ১৭:৩২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

কাতার বিশ্বকাপে অংশ নেবে মোট ৩২টি ফুটবল দল। আগে থেকেই ২৯টি দল নির্ধারিত ছিল। আর বাকি ছিল তিনটি। অতপর সেই তিন দলও নির্ধারিত হয়ে গেল। ফলে চূড়ান্ত হলো আসন্ন কাতার বিশ্বকাপের ৩২ দল।

৩০তম দল হিসেবে জায়গা করে নেয় গ্যারেথ বেলের ওয়েলস। এরপর পেরুকে টাইব্রেকারে হারিয়ে রোমাঞ্চকর এক জয়ে ৩১তম দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট পায় অস্ট্রেলিয়া। আর আন্তঃমহাদেশীয় প্লে-অফপর্বের ম্যাচে নিউজিল্যান্ডকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে শেষ দল হিসেবে বিশ্বকাপ জায়গা করে নিল কোস্টারিকা।

কোন গ্রুপে কোন দল-

গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল ও ইকুয়েডর

গ্রুপ বি: ইংল্যান্ড, ওয়েলস, যুক্তরাষ্ট্র ও ইরান

গ্রুপ সি: আর্জেন্টিনা, পোল্যান্ড, মেক্সিকো, ও সৌদি আরব

গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া

গ্রুপ ই: জার্মানি, স্পেন, জাপান ও কোস্টারিকা

গ্রুপ এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো ও কানাডা

গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন

গ্রুপ এইচ: পর্তুগাল উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা।

(ঢাকাটাইমস/১৫জুন/এমএম)