‘স্বাস্থ্যের বাজেট বাস্তবায়নের ধীরগতির পেছনে জনবল সংকট’

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুন ২০২২, ১৭:৪৭ | প্রকাশিত : ১৫ জুন ২০২২, ১৭:২৪

জনবল সংকটের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট বাস্তবায়নে ধীরগতি থাকে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘বরাবরই আমাদের বলা হয়ে থাকে স্বাস্থ্য মন্ত্রণালয় বাজেট বাস্তবায়নে স্লো। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমাদের কিছু করার থাকে না। আমাদের বেশিরভাগ কাজ পিডব্লিউডি করে থাকে, তারা অনেক স্লো কাজ করে। তারা তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নয়, যে কারণে সেখানে আমাদের কোনো হাত নেই।’

বুধবার হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘কেমন হলো স্বাস্থ্য বাজেট ২০২২-২৩’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বেলা ১১টায় স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই আলোচনা অনুষ্ঠান হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত বছরে চারটি মেডিকেল কলেজের কাজের মধ্যে তিনটির টেন্ডার করার পরও আমরা কাজ এগিয়ে নিতে পারিনি। যেকোনো একটা খরচের ক্ষেত্রে সবার আগে ফাইন্যান্স মিনিস্ট্রিতে ছাড়ের জন্য যেতে হয়, সেখানে অনেক সময় লাগে। আমাদের জনবলের সংকট আছে। তবে আমাদের দক্ষতারও ঘাটতি আছে।’

জাহিদ মালেক বলেন, ‘আমাদের খরচের প্রক্রিয়াটা লম্বা। শুরুতে অনুমোদন, তারপর টেন্ডার পেতে অনেক সময় যায়। আবার মাঝেমধ্যে রড-সিমেন্টসহ জিনিস পত্রের দামও বেড়ে যাওয়ার কারণে কাজও পিছিয়ে যায়। সবমিলিয়ে আমাদের সক্ষমতার ঘাটতি নয়, বরং পারিপার্শ্বিক অবস্থার কারণে খরচ করতে দেরি হয়। আবার বাজেট হওয়ার পর সেটি ছাড় পেতেও এক-দেড় মাস লেগে যায়।’

প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, ‘বর্তমান বাজেটের কারণে আশা করছি আমাদের জিডিপি গ্রোথ সাড়ে ৭ শতাংশ হবে। আগামী বছরে মানুষের গড় আয় হবে ৩ হাজার ডলার। স্বাস্থ্যে গত বছরের তুলনায় বাজেট কম বেড়েছে। গত অর্থবছরে বাজেট বেড়েছিল ১৪ শতাংশ। এই বাজেট বেড়েছে ১২ শতাংশের কিছু বেশি। আমরা আশা করি বাজেটে স্বাস্থ্যে বরাদ্দ গতবছরের সমান বা তার চেয়ে বাড়ানো উচিত।’

মন্ত্রী বলেন, বাজেটে নতুন করে এমন কোনো ট্যাক্স বাড়ানো হয়নি, যাতে মানুষের কষ্ট বাড়ে। বেড়েছে বিলাসী কিছু পণ্যের ওপর। বাজেটে ৮২ হাজার কোটি টাকা সাবসিডি দেওয়া আছে। সার, গ্যাস, বিদ্যুৎসহ বেশকিছু পণ্যে এগুলো দেওয়া হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের উপকার হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম, টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ, হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫জুন/এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

করোনায় ধূমপায়ীদের মৃত্যু হার ৩ গুণ বেশি: গবেষণা

বিদায়ী উপাচার্যের অনিয়ম-দুর্নীতির প্রশ্নে যা বললেন ডা. দীন মোহাম্মদ

বিএসএমএমইউতে নতুন উপাচার্যকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি  

অ্যানেস্থেসিয়ায় হ্যালোথেন ব্যবহার বন্ধ করতে বললো স্বাস্থ্য সেবা বিভাগ, কেন এ নির্দেশ?

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় বাদাম!

স্বাধীনতা দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশ্ব যক্ষ্মা দিবসে জানুন সংক্রামক এ রোগের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত

মৃগী রোগ সম্পর্কে কতটা জানেন? এর লক্ষণ আর চিকিৎসাই বা কী?

এক যুগ আগেই জানা যাবে আপনি মূত্রাশয়ের ক্যানসারে আক্রান্ত কি না

কীভাবে চিনবেন প্রাণঘাতী অগ্ন্যাশয়ের ক্যানসার? বাঁচতে হলে জানুন

এই বিভাগের সব খবর

শিরোনাম :