স্বচ্ছতার সঙ্গে ফলাফল হয়েছে, কোনো চাপ ছিল না: রিটার্নিং কর্মকর্তা

প্রকাশ | ১৬ জুন ২০২২, ১৫:০১

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লায় পরাজিত প্রার্থী মনিরুল হক সাক্কু নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’অভিযোগ আনলেও স্বচ্ছতার সঙ্গে এই সিটি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচনী কার্যালয়ে একথা জানিয়ে তিনি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন।

সাংবাদিকদের কাছে শাহেদুন্নবী চৌধুরী বলেন, ‘কুসিক নির্বাচন তো আপনারা দেখলেনই। ফলাফল প্রকাশের ক্ষেত্রে কোনো রকম চাপ ছিল না। খুবই স্বচ্ছতার সঙ্গে সবকিছু হয়েছে।’

স্বতন্ত্রী প্রার্থী সাবেক মেয়র সাক্কুর অভিযোগ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘ফল ঘোষণা নিয়ে কোনো প্রার্থী অসন্তুষ্ট হলে, সন্দেহ থাকলে সে ক্ষেত্রে আদালত আছে। আইনি ব্যবস্থা নিতে পারেন।’

ফল ঘোষণার শেষ দিকে এসে ফোনে কথা বলার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘সেখানে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, আমি তা সিইসিকে (প্রধান নির্বাচন কমিশনার) জানাচ্ছিলাম। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক করতে জেলা প্রশাসককে (ডিসি) কল করে জানাতে হয়েছে। আমার সেসময় অন্য কোনো কল আসেনি।’

তার বিরুদ্ধে অহেতুক অভিযোগ আনা হয়েছে দাবি করে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী বলেন, ‘ফলাফল ঘোষণার সময় পুলিং এজেন্টসহ অনেকেই ফলাফলের কপি নিয়ে গেছেন। শেষের ৪ কেন্দ্রের ফলাফল ঘোষণার সময় মেয়রপ্রার্থী নিজেও উপস্থিত ছিলেন। যদি কোনো অভিযোগ থাকতো তাহলে তিনি তাৎক্ষণিক দিতে পারতেন।’

কুসিক নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণার শেষ মুহূর্তে নানা নাটকীয়তা শেষে জয় পায় আওয়ামী লীগ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ৩৪৩ ভোটের ব্যবধানে জয় পান নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।

বুধবার রাত সাড়ে ৯টায় কুমিল্লা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন। চূড়ান্ত ফলাফলে নৌকা প্রতীকের আরফানুল হক পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট।

রিফাতের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী (বিএনপি থেকে বহিষ্কৃত) মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে ৪৯ হাজার ৯৬৭ ভোট পেয়েছেন। আর বিএনপির বহিষ্কৃত আরেক নেতা ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট।

(ঢাকাটাইমস/১৬জুন/ডিএম)