দেশে দুই কোটি ৭৬ লাখের বেশি মানুষ বুস্টার ডোজ পেয়েছে

প্রকাশ | ১৭ জুন ২০২২, ১৪:৫০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশে এখন পর্যন্ত দুই কোটি ৭৬ লাখেরও বেশি মানুষ করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজ পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন। 

দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৮৯ লাখ ৩২ হাজার ৮৫৬ জন। এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১১ কোটি ৮৫ লাখ ৪৬ হাজার ৯৯৭ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন দুই কোটি ৭৬ লাখ ৫৯ হাজার ৪০০ জন।

গত ১ নভেম্বর থেকে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ৩১ হাজার ৬৮৯ জন প্রথম ডোজ টিকার আওতায় এসেছেন। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৫৯ লাখ ৯০ হাজার ১৩ জনকে।

অধিদপ্তর জানিয়েছে, দেশে এই পর্যন্ত দুই লাখ ৭১ হাজার ৭৪৮ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদের জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৭জুন/এমএইচ/এফএ)