কেজিতে ৭০ টাকা বেড়েছে মাছের দাম

ওমর ফারুক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ জুন ২০২২, ১৯:২৩ | প্রকাশিত : ১৭ জুন ২০২২, ১৭:৪০

নিত্যপণ্যের বাজারে বেড়েছে মাছের দাম। সপ্তাহখানেকের ব্যবধানে মাছের দাম কেজিপ্রতি বেড়েছে ৬০ থেকে ৭০ টাকা। ফলে সাধারণ মানুষ পড়েছে বিপাকে।

রাজধানীর কৃষিমার্কেট, মহাখালী কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, দেড় থেকে দুই কেজি ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়, কাতল ৩০০-৩৫০ টাকা, আকারভেদে ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৫০০ টাকা কেজি, বড় আকারের বোয়াল ৭০০ টাকা, ছোট বোয়াল ৫০০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, পাঙ্গাশ ১৮০-২২০ টাকা, আইড় ৭০০-৮০০ টাকা, পাবদা ৫০০ টাকা, ট্যাংরা ৬০০ টাকা, চিতল ৬০০ টাকা, কৈ ২৫০-৩৫০ টাকা , শোল ৫০০ টাকা, দেশি মাগুর ৬৫০ টাকা, চাষের শিং ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ প্রসঙ্গে মোহাম্মদপুর কৃষি মার্কেটের মাছ ব্যবসায়ী ফরিদুর রহমান বলেন, মূলত বাজারে মাছের যোগান কিছুটা কমে গেছে। মাছের চাহিদা তো সবসময়ই থাকে, তাই দামটাও বাড়তি।

সবজি বাজার ঘুরে দেখা যায়, বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকায়, করল্লা ৪০, কাকরোল ৫০, লাউ ৪০, পেঁপে ৩০, শসা ৪০, লেবু হালি ২০, আলু ২৫ টাকা,পেঁয়াজ ৩৮টাকা, ফুলকপি ৫০ টাকা, গাজর ৭০ টাকা, কোমড়া প্রতিটি ৩০ টাকা, টমেটো ৮০ থেকে ৯০ টাকা, লালশাকের আটি ১০ টাকা, পুঁইশাকের আটি ২০ টাকা।

চালের বাজারে ঘুরে দেখা যায়, প্রতিটি চালের দাম এখনো ঊর্ধ্বমুখী। মিনিকেট বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ টাকায়, নাজিরশাল ৮০ থেকে ৮২ টাকা, দেশি চাল ৫০ থেকে ৫২ টাকা ও পোলাওর চালের দাম ১১০ টাকা।

কারওয়ান বাজারের চাল ব্যবসায়ী আমজাদ হোসেন ঢাকাটাইমসকে বলেন, ভরা মৌসুমে চালের দাম কমার বদলে উল্টো বাড়তি ছিল। সম্প্রতি সিলেটে বন্যা হয়েছে। ফলে সামনে চালের দাম আরও বাড়তে পারে।

২০২২-২৩ অর্থবছরের বাজেটের দিন বেড়েছিল ভোজ্যতেলের দাম। বাজারে এখন সয়াবিন তেল লিটারপ্রতি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকায়। পাঁচ লিটারের তেল বিক্রি হচ্ছে ৯৯৮ টাকায়।

মহাখালী কাঁচা বাজারে আসা ক্রেতা মোকসেদুল হক ঢাকাটাইমসকে বলেন, তেলের দাম বোধহয় আর কমবে না। দফায় দফায় দাম বাড়ছেই, অথচ সরকারের কোনো পদক্ষেপ নেই।

বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা। পাকিস্তানি সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকায়, দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। এছাড়া লাল ডিমের ডজন ১১৫ টাকা, সাদা ডিমের ডজন ১০৮ টাকা।

গরুর মাংস কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৬৮০ থেকে ৭০০ টাকায় এবং খাসির মাংস কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৯০০ টাকায়।

(ঢাকাটাইমস/১৭জুন/ওএফ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :