আদমজী ইপিজেডের আগুন ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ জুন ২০২২, ১৮:৪৬ | প্রকাশিত : ১৭ জুন ২০২২, ১৮:৩৯

টানা ৯ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরের আগুন। শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায় ইপিজেডের ভেতরে একটি নির্মাণাধীন কারখানায় আগুনের সূত্রপাত হয়।

সকাল সাড়ে ১০টার দিকে পাইলিং কাজ করার গ্যাস লাইন ফেটে বিস্ফোরিত হলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শুরুর দিকে আগুনের তীব্রতায় ফায়ার সার্ভিসের কর্মীরা কাছে যেতে পারেনি। অবশেষে নয় ঘণ্টার চেষ্টায় বিকাল সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন ঢাকাটাইমসকে বলেন, ইপিজেড, হাজীগঞ্জ ও মণ্ডলপাড়া স্টেশনসহ বিভিন্ন স্টেশনের নয়টি ইউনিট ও ৬৫ জন দক্ষ কর্মী ইতোমধ্যে আগুন নেভাতে সক্ষম হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেটি পরে বলা যাবে। কোনো হতাহত নেই।

আরেফীন বলেন, গ্যাস লাইনে গ্যাস সরবরাহ বন্ধ না হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

(ঢাকাটাইমস/১৭জুন/ওএফ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :