সাংবাদিকদের কল্যাণে শেখ হাসিনার সরকার আন্তরিক: পলক

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ জুন ২০২২, ১৩:৩০ | প্রকাশিত : ১৮ জুন ২০২২, ১৩:২৮

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সাংবাদিকদের কল্যাণে শেখ হাসিনার সরকার আন্তরিক। আমরা বিশ্বাস করি, গণমাধ্যম কর্মীরা ভালো থাকলে সংবাদ মাধ্যম ভালো থাকে, দেশে গণতন্ত্র সুসংহত হয়, দেশের উন্নয়ন ঘটে।

প্রতিমন্ত্রী শুক্রবার রাতে নাটোর সার্কিট হাউজে নাটোর প্রেসক্লাবের সদস্যবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী নাটোর প্রেসক্লাবের নতুন কার্যালয় নির্মাণ কাজে পাঁচ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেন।

এসময় তিনি চার সন্তানের প্রসূতি মা লাভলী বেগমের কর্মসংস্থান সৃষ্টিতে আর্থিক অনুদান এবং দুজন মেডিকেল শিক্ষার্থীর জন্য নিয়মিত শিক্ষা বৃত্তিও হস্তান্তর করেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বাধীন মিডিয়া-বান্ধব সরকার গণমাধ্যমের উন্নয়ন এবং সম্প্রসারণে নিরলসভাবে কাজ করছে। অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে দেশে অসংখ্য ইলেকট্রনিক্স মিডিয়ার সম্প্রচার লাইসেন্স প্রদান করেছে। সাংবাদিকদের কল্যাণে কল্যাণ ট্রাস্ট্র গঠন করে সাংবাদিকদের পাশে আশার আলো হয়ে দাঁড়িয়ে থাকে সরকার।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত নাটোর প্রেসক্লাব কমপ্লেক্স নির্মাণ কাজে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন প্রতিমন্ত্রী পলক।

নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ এবং পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান প্রমুখ।

নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ী, সাবেক সভাপতি রনেন রায়, ডিবিসি নিউজের পরিতোষ অধিকারী এবং যমুনা টেলিভিশনের নাজমুল হাসান।

(ঢাকাটাইমস/১৮জুন/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :