রাজশাহীতে সাংবাদিকদের ৮ দফা দাবিতে মানববন্ধন

প্রকাশ | ১৮ জুন ২০২২, ১৫:৩৫

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস

গণমাধ্যমকর্মী আইন দ্রুত অনুমোদন, নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়ন, সকল প্রতিষ্ঠানের সাংবাদিকদের নিয়োগপত্র, নিয়মিত বেতনভাতা ও বেকয়া পরিশোধসহ ৮ দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।

শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর দড়িখড়বোনা মোড়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক।

সংগঠনটির সাধারণ সম্পাদক দীপ আজাদের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন- বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মাই টিভির বার্তা প্রধান শেখ নাজমুল হক সৈকত, বিএফইউজের যুগ্ম-মহাসচিব রাশেদ রিপনসহ রাজশাহীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

(ঢাকাটাইমস/১৮জুন/এসএ)