‘পদ্মা সেতু শেখ হাসিনা সরকারের উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত’

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুন ২০২২, ১৬:২৩

খুলনা-৪ আসনের সাংসদ আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘পদ্মা সেতু শেখ হাসিনা সরকারের উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ যেমন পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিল, ঠিক তেমনি বঙ্গকন্যা শেখ হাসিনার নেতৃত্বে নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু বাংলাদেশের অনন্য দৃষ্টান্ত। পদ্মা সেতুর শুরুতে যারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, তারা এখন কিভাবে পদ্মা সেতু পার হয়ে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করবেন তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। পদ্মা সেতু বাংলাদেশের একটি অনন্য মেগা প্রকল্প যা একমাত্র বঙ্গকন্যা শেখ হাসিনার নেতৃত্বেই বিশ্বের বুকে স্থান করে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘পদ্মা সেতু জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদানের পাশাপাশি দক্ষিণাঞ্চলের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে অবদান রাখবে। এ অঞ্চলের জনগোষ্ঠীর উন্নত জীবন উপহার দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পদ্মা সেতু নির্মাণ করেছেন। পদ্মা সেতুকে উদ্দেশ্য করে যারা দেশে-বিদেশে ষড়যন্ত্র করেছে তারা কিন্তু বাংলাদেশেরই মানুষ। তাদের ষড়যন্ত্র এখনও থেমে নেই। প্রধানমন্ত্রী আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন। আমরা যদি সজাগ থাকি তাহলে কেউ কোনো ধরনের নাশকতা করতে পারবে না।’

আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান সফলের লক্ষ্যে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার দলীয় নেতৃবৃন্দ এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে শুক্রবার খুলনাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রূপসা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. মোতালেব হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, জেলা কৃষক লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য জামিল খান, শিউলি সরকার, ফারহানা হালিম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হোসনেয়ারা চম্পাসহ প্রমুখ।

(ঢাকাটাইমস/১৮জুন/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :