পুষ্টি চাহিদা মেটাতে আরও ৩ পণ্য আনলো ‘নিউট্রি প্লাস’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুন ২০২২, ১৯:১৮

সাধারন মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনা ও পুষ্টি চাহিদা মেটাতে “নিউট্রি প্লাস” ব্রান্ডের আওতায় তিনটি নতুন পন্য নিয়ে আসলো আমেরিকান প্রতিষ্ঠান ‘কেয়ার নিউট্রিশন লিমিটেড’।

শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে নিউট্রি প্লাস ব্রান্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নাস্তায় সহায়ক নুছেলা ফরটিফাইড ব্রেড স্প্রেড, এনার্জি ফরটিফাইড টেস্টি স্যালাইন ও নুছেলা ফরটিফাইড প্রিমিয়াম চকলেট নামে পন্য তিনটির পরিচয় করিয়ে দেন কেয়ার নিউট্রিশনের কর্মকর্তারা।

প্রতিষ্ঠানটির সিওও জনাব হিন্দোল রয় বলেন, ‘বাংলাদেশের প্রথম নিউট্রিশন প্রতিষ্ঠান হিসেবে সকল মানুষের পুষ্টি চাহিদা পূরণে ৬টি থেকে ২৩টি মাইক্রোনিউট্রিয়েন্ট যুক্ত স্বাস্থ্যসম্মত খাদ্য পন্য উৎপাদনে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ফ্রন্ট্রিয়ার নিউট্রিশনের সহযোগী এই প্রতিষ্ঠানটি।’

ব্যবস্থাপনা পরিচালক জনাব এডি বেয়ারনট বলেন, ‘সকলের সাধ্যের মধ্যে পুষ্টি চাহিদা নিশ্চিতে ভেজাল মুক্ত খাদ্য প্রস্তুত করছে কেয়ার নিউট্রিশন লিঃ। দৈনন্দিন খাদ্য চাহিদা পূরণে ‘নিউট্রি প্লাস ব্রান্ডের পন্যগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিএফও জনাব তানভির আলী, একাউন্টস ও ফিন্যান্স বিভাগের ম্যানেজার জনা্ব মনোয়ারুল ইসলাম, ব্রান্ড কমিউনিকেশন বিভাগের ম্যানেজার জনা্ব মোঃ নাজমুল হাসান সহ ফ্যাক্টরি ও প্রধান কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

(ঢাকাটাইমস/১৮জুন/এমএইচ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :