‘মিরর মিরর বিউটি লাউঞ্জ’ উদ্বোধন করলেন নুসরাত ফারিয়া

প্রকাশ | ১৯ জুন ২০২২, ১৮:৩৬

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

দীর্ঘ ১৮ বছর অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে ছিলেন ইভা রহমান। এবার বাংলাদেশে তিনি অত্যাধুনিক মানের বিউটি লাউঞ্জ নিয়ে এসেছেন। যার নাম ‘মিরর মিরর বিউটি লাউঞ্জ’।

ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শনিবার নতুন এই বিউটি লাউঞ্জটি উদ্বোধন করেন চলচ্চিত্র নায়িকা নুসরাত ফারিয়া। এ সময় ‘মিরর মিরর বিউটি লাউঞ্জটি’র কর্ণধার ইভা রহমান, মডেল-উপস্থাপিকা নাবিলা করিম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নুসরাত ফারিয়া বলেন, ‘একজন পাবলিক ফিগার হিসেবে আমি নিজেকে প্রেজেন্টেবল রাখার চেষ্টা করি। বর্তমানে সবাই এ বিষয়টি নিয়ে সচেতন। এজন্য একটি ভালো বিউটি সেলুনের ডিমান্ড বেড়েছে। তাছাড়া আমি নারী উদোক্তাদের সব সময় সাপোর্ট করি। ‘মিরর মিরর বিউটি লাউঞ্জ’ এবং ইভা আপুর জন্য রইল শুভকামনা।’

মিরর মিরর বিউটি লাউঞ্জটির কর্ণধার ইভা রহমান বলেন, ‘অস্ট্রেলিয়ায় ১৮ বছর থাকার পরও আমি বাংলাদেশে ফিরে আসার এবং উদ্যোক্তার অনিশ্চিত জগতে পা রাখার দুঃসাধ্য সিদ্ধান্ত নিয়েছি। আমি সবসময় একজন হওয়ার চেষ্টা করেছি যে অগণিত মানুষের আনন্দের কারণ হতে পারে। এই সৌন্দর্য শিল্পটি সেই সুযোগটি দেয়।’

তিনি বলেন ‘মিরর মিররে আমরা আমাদের ক্লায়েন্টদের এমন অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করি যা তারা বারবার খুঁজবেন। আমরা বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলি থেকে আমাদের পণ্যগুলিকে এনেছি এবং ২০ বছরের বেশি অত্যন্ত অভিজ্ঞ কর্মীদের দ্বারা পণ্যগুলির স্বাস্থ্যকর এবং সঠিক প্রয়োগ নিশ্চিত করেছি, তা মেকআপ বা চুল এবং ত্বকের ট্রিটমেন্টের জন্য। এখানে আমাদের সেলুনে, একটি প্রশান্তিদায়ক এবং আরামদায়ক পরিবেশে আমরা সেবাগুলো দেয়ার চেষ্টা করছি। আশা করি, সকলে এই মিরর মিরর বিউটি লাউঞ্জটি পছন্দ করবেন।’

এদিকে উদ্বোধন উপলক্ষ্যে সব সার্ভিসে ১৫% ডিসকাউন্ট ঘোষণা করা হয়েছে ৩০ সে জুন পর্যন্ত।

মিরর মিরর বিউটি লাউঞ্জটি বাসা নং ২৪/সি, তৃতীয় তলা, রোড নং ২৭ (পুরাতন), নতুন ১৬, ধানমন্ডিতে অবস্থিত।

(ঢাকাটাইমস/১৯জুন/বিএস)