যৌতুক দিতে না পারায় নির্যাতনে প্রাণ গেল কুলসুমের

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুন ২০২২, ২২:৩৭

যৌতুকের দাবি মেটাতে না পারায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকের হাতে বলির শিকার হলো বাগেরহাটের চিতলমারী কলিগাতী গ্রামের দরিদ্র কৃষক পরিবারের কন্যা কুলসুম (২০)। যৌতুক দিতে না পারায় মারধর করে জোর করে বিষপানে হত্যা করা হয়েছে বলে পিতা হাফিজুর রহমান অভিযোগ করেন।

নিহতের পরিবারের লোকেরা আরো জানান, বছর দু’য়েক আগে চিতলমারী উপজেলার নালুয়া গ্রামের মৃত আয়ুব আলী শেখের পুত্র লুৎফর রহমান শেখের সাথে বিয়ে হয়। সামান্য বেতনে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত স্বামী। তাই বিয়ের পর থেকেই যৌতুকের চাপে অশান্তি শুরু হয় কুলসুমের সংসারে। একদিকে স্বামী অন্য দিকে শাশুড়ি সবসময় নববধূ কুলসুমের সাথে দূর্ব্যবহার করতে শুরু করে। যৌতুকের টাকা দিতে পারলে তার মেয়েটা বেঁচে থাকত বলে বিলোপ করতে থাকেন হতভাগা বাবা হাফিজুর। গত ৩ জুনিএ ঘটনা ঘটে।

এ ব্যাপারে চিতলমারী থানার ওসি কামরুজ্জামান জানান, বিষয়টিতে একটি ইউডি মামলা নেওয়া হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৯জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :