পাবনায় কোরবানির হাট কাঁপাতে আসছে ‘স্বপ্নরাজ’

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জুন ২০২২, ২৩:০০

আসছে কোরবানির ঈদ। তাই পাবনার কোরবানির হাট কাঁপানে আসছে ৩৬ মণ ওজনের গরু। নাম রাখা হয়েছে “স্বপ্নরাজ”। দাম হাঁকা হচ্ছে ২০ লাখ টাকা। চার বছর বয়সি বিশালাকৃতির ফ্রিজিয়ান জাতের এই গরু বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালের বাঘলবাড়ি মালিক মোজাম্মেল হক বাবু। গরুটিকে দেখতে প্রতিদিনই শত শত মানুষ ভিড় জমাচ্ছেন তার বাড়িতে।

গরুর মালিক মোজাম্মেল হক বাবু বলেন, গরুটিকে পুরোপুরি দেশীয় পদ্ধতিতে সুষম খাদ্য যেমন, কাঁচা ঘাস, খৈল, ছোলা, ভুট্টার ভুসি, মসুর ডালসহ ভালো মানের খাবার খাওয়ানোসহ বিশেষ যত্ন নিয়ে বড় করে তুলেছেন তিনি।

বাঘলবাড়ি গ্রামের আব্দুর রহিম বলেন, এ এলাকায় এত বড় গরু এর আগে কখনো দেখিনি। গরুটি খুব ধীরস্থির প্রকৃতির। দেখতে খুব সুন্দর।

গরু মালিক মোজাম্মেল হক বাবুর স্ত্রী আঞ্জুয়ারা খাতুন বলেন, গরুটি তাদের পরিবারের একজন। তাকে আমরা সন্তানের মতোই বড় করে তুলেছি। ‘স্বপ্নরাজ’কে বিক্রি করা হবে তাই মনটা ভালো নেই। তার পরেও তো বিক্রি করতে হবে। এত বড় ভারি গরু রাখাও কঠিন হয়ে পড়েছে। এ ছাড়া খরচও বেড়ে গেছে। তাই এবার বিক্রি করা সিদ্ধান্ত নিয়েছি।

মোজাম্মেল হক বাবু বলেন, গরুটির দাম চেয়েছি ২০ লাখ। তবে আলোচনা সাপেক্ষে কিছুটা কম বেশি হলেও বিক্রি করবেন বলে জানান তিনি।

চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভ্যাটেরিনারি সার্জন ডা. রোকনুজ্জামান বলেন, গরুটি ব্যাপারে জানার পর উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। গরুটির ওজন প্রায় ৩৫ মণ। গরু মালিক যেন প্রকৃত দাম পান সে জন্য প্রাণিসম্পদ অফিসের ফেসবুক পেজেও ছবি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২১জুন/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :