কুকুরের কামড়ে আহত শতাধিক, হাসপাতালে ভ্যাকসিন সংকট

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জুন ২০২২, ১১:২৯ | প্রকাশিত : ২২ জুন ২০২২, ১১:২৮

ঝালকাঠিতে কুকুরের কামড়ে দুই দিনে পুলিশ, শিশু ও বৃদ্ধসহ অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। বুধবার দুপুর পর্যন্ত দুই দিনে আহতদের মধ্যে অন্তত ৫০ জন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে র‌্যাবিস ভ্যাকসিনের সংকট রয়েছে। তার ওপর হঠাৎ করে এত মানুষকে চিকিৎসা দিতে হিমশীম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার বিকাল থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলা শহরের ফায়ার সার্ভিস মোড়, কুমারপট্টি সড়ক, সাধনার মোড় ও চাঁদকাঠিসহ শহরতলীর বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে শিশু, বৃদ্ধসহ অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন।

কাঠপট্টির তপন গুহ ও কামার পট্টির অরুন পাল জানান, হঠাৎ পেছন থেকে কুকুর এসে পায়ে কামড়ে বীরদর্পে চলে যায়। জেলা শহরে দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবল আজিজুর রহমান কুকুরের কামড়ে আহত হন। হাসপাতালে প্রতিষেধক র্যাবিস টিকা সরবারাহ না থাকায় গরীব রোগীদের ফার্মেন্সী থেকে এক হাজার টাকায় কিনতে কষ্ট হচ্ছে। অনেকেই তাৎক্ষণিক টাকা না থাকায় টিকা না দিয়েই চলে যাওয়ার খবর পাওয়া গেছে। কারণ আক্রান্তের মধ্যে অধিকাংশ গরীব ও অসহায় মানুষ। এক হাজার টাকায় টিকা কেনার সাধ্য নেই অনেকেরই।

এদিকে ঝালকাঠি সদর হাসপাতালে জলাতঙ্ক প্র‌তিষেধক র্যাবিস টিকা সংকট থাকায় আহতরা বিপাকে পড়েছেন। বাইরে থেকে ভ্যাকসিন কিনে এসব রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

ঝালকাঠি সদর হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট আবুয়াল হাসান জানান, দুই দিনে কুকুরে কাটা রোগীর সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেশি হওয়ায় র্যাবিস টিকা সরবারাহ সংকট রয়েছে। তবে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঔষুধ লিখে দেওয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/২২জুন/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :