মিয়ামি বিমানবন্দরের বিমানে আগুন, অল্পে রক্ষা ১২৬ আরোহী

প্রকাশ | ২২ জুন ২০২২, ১৪:০১ | আপডেট: ২২ জুন ২০২২, ১৪:২৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় একটি বিমানে আগুন লেগে যায়। জানা গেছে ল্যান্ডিং গিয়ার ভেঙে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। বিমানটিতে ১১ ক্রুসহ ১২৬ আরোহী ছিল। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে ডোমিনিকান রিপাবলিকের সান্টো ডোমিঙ্গো শহর থেকে আসা রেড এয়ারের একটি ফ্লাইটে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনায় তিন আরোহী আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কারো অবস্থাই গুরুতর নয়। বাকিদের টার্মিনালে সরিয়ে নেওয়া হয়েছে।

মিয়ামি-ডেড এভিয়েশন ডিপার্টমেন্টের মুখপাত্র গ্রেগ চিনের বরাত দিয়ে এপি জানিয়েছে, ল্যান্ডিং গিয়ার ভেঙে মুখ থুবড়ে পরার কারণেই প্লেনটিতে আগুন ধরে যায়।

মিয়ামি-ডেড ফায়ার রেসকিউ এর দমকল কর্মীরা বিমানের আগুন এবং তেল ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।

দুর্ঘটনার কারণে বেশ কিছু ফ্লাইটের শিডিউল পিছিয়ে দেওয়া হয়েছে বলে মিয়ামি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

ঘটনাস্থলে তদন্তকারী দল পাঠানোর কথা জানিয়েছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। রেড এয়ার এক বিবৃতিতে জানিয়েছে, ডোমিনিকান ইনস্টিটিউট অব সিভিল অ্যারোনটিক্সও ঘটনাটি তদন্ত করে দেখবে।

(ঢাকাটাইমস/২২জুন/এসএটি)