টাঙ্গাইলে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ২২ জুন ২০২২, ১৯:২১

টাঙ্গাইল শহরের দয়াল ক্লিনিক ও হসপিটাল থেকে আটক এসআর লাভলু নামে এক ভুয়া চিকিৎসক তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান এ রায় দেন।

এর আগে দয়াল ক্লিনিক ও হসপিটালের তৃতীয় তলা থেকে তাকে আটক করে র‌্যাব।

ম্যাজিস্ট্রেট রেজা গোলাম মাসুম প্রধান বলেন, আটকের পর এসআর লাভলু আমাদের কাছে স্বীকার করে সে কোন ডাক্তার না। সে টাঙ্গাইলের নাগরপুর যধুনাথ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে। এছাড়া তার আর কোন শিক্ষাগত যোগ্যতা নেই। দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে তার নামের শুরুতে সে ডাক্তার পদবী ব্যবহার করেছে। ওই ক্লিনিকে তিনি পাইলস ও নাক কান গলার চিকিৎসা করত। তার চেম্বারের মালামাল সিভিল সার্জন অফিস জব্দ করেছে। পরে তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

(ঢাকাটাইমস/২২জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :