সুনামগঞ্জে ডুসার ত্রাণ সহায়তা

প্রকাশ | ২৩ জুন ২০২২, ১৫:২০ | আপডেট: ২৩ জুন ২০২২, ১৫:২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সুনামগঞ্জে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা দিয়েছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা)। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশেনর পক্ষ থেকে  সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।

স্মরণকালের এই ভয়াবহ বন্যায় সাধারণ মানুষের ভোগান্তির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সংগঠনটির নেতারা।

এদিন সুনামগঞ্জের দুর্গম উপজেলা শাল্লাসহ কয়েকটি উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্গতদের মধ্যে শুকনো খাবার হিসেবে চিড়া, গুড়, বোতলজাত পানি, খাবার স্যালাইন, মোমবাতি, লাইটারসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করতে গিয়ে ডুসা সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। দেশের যেকোন প্রাকৃতিক দুর্যোগ যেকোন প্রান্তে আক্রান্ত ও দুর্গত মানুষের সাহায্যে সর্বদা এগিয়ে আসার পাশাপাশি চলমান বন্যা সাহায্য অব্যহত রাখার কথা জানান ডুসা নেতারা।

(ঢাকাটাইমস/২৩জুন/কেএম)