সিংড়ায় নিম্নমানের খোয়া দিয়ে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রতিবাদ

প্রকাশ | ২৩ জুন ২০২২, ১৬:৫৭

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম-কালিগঞ্জ সড়কের সাড়ে ৪ কিলোমিটার রাস্তা সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে ঠিকাদার ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নিমাকদমা বাজর এলাকায় এই কর্মসূচি পালন করে এলাকার শতাধিক মানুষ। এদিকে রাস্তা সংস্কারের নিম্নমানের মাটিযুক্ত খোয়া ব্যবহারের সত্যতা পেয়ে গত ১২ জুন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের আর কোনো দ্বায়ভার নেবে না মর্মে লিখিত চিঠি দিয়েছেন সিংড়া এলজিইডির উপজেলা প্রকৌশনী মো. হাসান আলী।তারপরও নিম্নমানের খোয়া দিয়ে রাস্তা সংস্কার কাজ চলছে।

 

মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চৌগ্রাম ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারিক, সহ-সভাপতি রায়হান সরদার, যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, ৪নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম, শুকদেব, জর্জ মিয়া, মনোজ লাহিরী প্রমুখ।

 

তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জামিল হোসেন মিলন বলেন, তিনি লোকসানে কাজটি করছেন। তারপরও খারাপ জায়গাগুলো থেকে খারাপ খোয়া তুলে নিয়ে যাচ্ছেন।

 

উপজেলা প্রকৌশলী মো. হাসান আলী বলেন, তার দপ্তরের নির্দেশনা অমান্য করে নিজের খেয়াল খুশি মত কাজ করায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের কোনো দ্বায়ভার অত্র দপ্তর নেবে না মর্মে লিখিত চিঠি দেওয়া হয়েছে। আর ওই কাজের দ্বায় দায়িত্ব তার দপ্তরের নেই।

 

নাটোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহা. শহিদুল ইসলাম বলেন, কাজের মান নিয়ে আমরা তদারকি করছি। আর আপাতত সকল প্রকার বিল উত্তোলন থেকে ঠিকাদারকে বিরত রাখা হয়েছে।

 

উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থ বছরের উপজেলার চৌগ্রাম-কালিগঞ্জ পাকা সড়কের নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম হতে নিমাকদমা পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার ২ কোটি ৭০ লাখ ৭৫ হাজার ৮৭০ টাকা ব্যয়ে সংস্কার কাজ পান নাটোর সদরের মেসার্স সিনথিয়া এন্টার প্রাইজ। এই কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জামিল হোসেন মিলন। কার্যাদেশ অনুয়ায়ী গত ৫ জুন কাজটি সমাপ্ত হওয়ার কথা থাকলেও কাজটি যথা সময়ে শুরু না হওয়ায় সমাপ্ত হয়নি। আর কাজ শুরুর পর থেকেই নিয়ম বহির্ভূতভাবে কাজ করা হচ্ছে। সংস্কার কাজে ব্যবহার করা হচ্ছে অধিকাংশ খোয়া অত্যন্ত নিম্নমানের ও মাটিযুক্ত।

 

(ঢাকাটাইমস/২৩জুন/এআর)