করোনা অনেক বিত্তশালীকে শিক্ষা দিয়েছে: প্রধানমন্ত্রী

প্রকাশ | ২৩ জুন ২০২২, ১৮:০৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

অনেক অর্থসম্পদ থাকলেও তা যে অনেক সময় কাজে আসে না সেটি করোনাভাইরাসে অনেক বিত্তশালী টের পেয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়টি মাথায় রেখেই আওয়ামী লীগ নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় দলটির সভাপতি শেখ হাসিনা একথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

প্রতিষ্ঠালগ্ন থেকেই আওয়ামী লীগ জনগনের সেবক হিসেবে কাজ করে আসছে উল্লেখ করে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘এদেশের স্বাধীনতা অর্জনের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। আওয়ামী লীগের ইতিহাস গৌরবের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস।’

করোনাভাইরাস ও ইউক্রেন সংকটের ফলে সারা বিশ্বব্যাপি ফলে দ্রব্যমুল্য বৃদ্ধি পাচ্ছে জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘তারপরও আমরা অর্থনৈতিক গতি সচল রাখতে সক্ষম হয়েছি। বাজেটও দিয়েছি। অচিরেই বাংলাদেশ তার লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে।’

আওয়ামী লীগ নিজেদের ভাগ্য গড়তে আসেনি মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ জনগনের কল্যানে কাজ করতে এসেছে। জাতীর পিতার স্বপ্ন ছিলো ক্ষুধা দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মান। আমরা সেই লক্ষ্যে নিয়ে কাজ করে যাচ্ছি।’

এর আগে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঢাকার ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

গণভবন থেকে অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ। আলোচনায় বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ প্রমুখ।

(ঢাকাটাইমস/২৩জুন/এমএআর/ডিএম)