পথ যত দুর্গম হোক সেনাবাহিনী দ্রুত ত্রাণ পৌঁছে দেবে: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
| আপডেট : ২৩ জুন ২০২২, ১৮:১৮ | প্রকাশিত : ২৩ জুন ২০২২, ১৮:১৭

বাংলাদেশ সেনাবাহিনী বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ ও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। আর যতদিন সুনামগঞ্জে বানবাসী অসহায় মানুষের প্রয়োজন থাকবে ততদিন সেনাবাহিনী সুনামগঞ্জ থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বৃহস্পতিবার জেলার বিভিন্ন উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, বন্যার কারণে গ্রীষ্মকালীন যে প্রশিক্ষণ ছিল তা আমি সিলেটসহ অন্যান্য বন্যা কবলিত এলাকায় যারা কাজ করছে তাদের জন্য বাদ দিয়ে দিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নয়নের স্বার্থে সেনাবাহিনী কাজ করবে। যত দুর্গম পথ হোক সেনাবাহিনী সেখানেই দ্রুত ত্রাণ পৌঁছে দেবে। মেডিকেল টিমও কাজ করছে।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, বন্যা পরবর্তী পুনর্বাসনের বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়েছে। সরকার এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিয়েছেন। বন্যার পরবর্তী যে সমস্যা হবে তা নিয়ে কাজ করা হবে। প্রয়োজনে আমাদের মেডিকেল টিম আরও আসবে, জনস্বার্থে কাজ করবে।

এসময় সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনসহ সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৩জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :