হাইকেয়ার স্কুলে বিনামূল্যে কান ও চক্ষু ক্যাম্পেইন

রাজধানীতে প্রতিবন্ধী শিশুদের বিশেষায়িত হাইকেয়ার স্কুলে প্রাইম ব্যাংক চক্ষু হাসাপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হলো ফ্রি কান ও চক্ষু ক্যাম্পেইন। বৃহস্পতিবা্র হাইকেয়ার স্কুলের নিজস্ব প্রতিষ্ঠানে ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে প্রতিবন্ধী শিশুদের যত্নসহকারে কান ও চোখ পরীক্ষা করার পাশাপাশি যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হয়। এছাড়া সাধারণ রোগীরাও ক্যাম্পেইনের সেবা নিয়ে থাকেন।
ক্যাম্পেইনের কো-অর্ডিনেটর প্রাইম ব্যাংক চক্ষু হাসাপাতালের আউটরিচ প্রোগ্রাম অফিসার রানা আহমেদ বলেন, আউটরিচ প্রোগ্রামের আওতায় আমরা হাসপাতালের বাইরে বিনামূল্যে চক্ষুসেবা দিয়ে আসছি। এর আওতায় হাইকেয়ার স্কুলে আজকের এ ক্যাম্পেইন। সাধারণত হাসাপাতালে প্রতিবন্ধী শিশুরা চিকিৎসা নিতে গেলে নানারকম সমস্যার মুখোমুখি হতে হয়। আমরা তাদের সঙ্গে একাত্ম হয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছি।
স্কুলের চিফ অডিওলজিস্ট কানিজ ফাতেমা পারুল বলেন, প্রতিবন্ধী শিশুদের সবচেয়ে বড় বাধা হলো, তারা তাদের সমস্যার কথাটা প্রোপারলি বলতে পারে না। একজন বোবা শিশু চাইলেই বলতে পারছেনা যে আমার চোখে সমস্যা। এসব বাধাগুলো কাাটিয়ে আমাদের শিশুদের যথাযথ চিকিৎসা দেয়ার জন্য প্রাইম ব্যাংক চক্ষু হাসপাতালকে ধন্যবাদ।
ক্যাম্পেইনে আরো উপস্থিত ছিলেন হাইকেয়ার স্কুলের সভাপতি তারিকুল ইসলাম, অধ্যক্ষ রওশন আরা, সহকারী শিক্ষক পার্থ ঘোষ, প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি কমিটির সদস্য সচিব ইশরাত জাহান, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ওসমান গণি প্রমুখ।
(ঢাকাটাইমস/২৩জুন/ওএফ)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

১৭৮ টাকার কমে মিলছে না খোলা সয়াবিন

ঢাকা ও চট্টগ্রামে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সংকট মোকাবিলায় সবাই একসঙ্গে কাজ করতে হবে: এলজিআরডি মন্ত্রী

কর্মীদের ভালো ব্যবহার শেখাতে প্রশিক্ষণ দেবে বেবিচক

সন্ধ্যায় ঢাকায় আসবে লে. কর্নেল ইসমাইলের মরদেহ, জানাজা রাতে

উপাত্ত সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীদের মতামত দিতে ১০ দিন সময়

তেল বেচে বিপিসির কোন বছরে কত লাভ হিসাব দিল সিপিডি

যুক্তরাষ্ট্র কোনো দলের নয়, গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে: দূত

দুদক ব্যবস্থা না নিলে আমরা দেখব, ‘রমনার ওসির সম্পদ’ নিয়ে হাইকোর্ট
