দেশের ক্রান্তিলগ্নে পুলিশ কাজ করে: সিলেটে বেনজির

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুন ২০২২, ২০:৩৫

বাংলাদেশ পুলিশের মহাপরিচালক (আইজিপি) ড. বেনজির আহমদ বলেছেন, পুলিশ সব সময় জনগণের সব ধরনের বিপর্যয়ে নিরলসভাবে কাজ করে আস্থা অর্জন করেছে।

বৃহস্পতিবার বিকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যাদুর্গতের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।

বেনজির আহমদ আরও বলেন, দেশের ক্রান্তিকালে সব সময় কাজ করছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে মানবিক দৃষ্টিকোণের কারণে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও ত্রাণ সহায়তা প্রদান করা হবে। পুলিশ জনগণের পাশে আছে এবং থাকবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মফিজ উদ্দিন আহমদ, সিলেট জেলার পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে রওয়ানা দেন আইজিপি।

সফরকালে তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুরের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সেখানে বানভাসিদের উদ্ধার ও ত্রাণ তৎপরতার ব্যাপারে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় নির্দেশনা দেন।

(ঢাকাটাইমস/২৩জুন/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :