কীভাবে সেজেছে রাজধানী? কেন সেজেছে?

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুন ২০২২, ১২:৩৯

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনকে ঘিরে নানা সাজে সেজেছে রাজধানী। নগরীর বিভিন্ন মোড়ে শোভা পাচ্ছে পদ্মা সেতুর ম্যুরাল, কোথাও ব্যানার-ফেস্টুন। এরকম সাজসজ্জায় ছেঁয়ে গেছে রাজধানী শহর। উদ্বোধনকে ঘিরে সরকারি, আধা-সরকারি স্থাপনাগুলোও আলোকসজ্জায় মুড়িয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার সরেজমিনে রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, গণভবন, বঙ্গভবনের সামনে রাস্তার দুই পাশে, আগারগাঁও, সংসদ ভবন, বিজয় সরণি, ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় (টিএসসি) এলাকা, শাহবাগ, মতিঝিল, যাত্রাবাড়ী, জুরাইনসহ রাস্তার দুই পাশ ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে।

পাশাপাশি নিরাপত্তার কোনো কমতি রাখেনি আইন-শৃঙ্খলা বাহিনী। মাওয়ার দিকে যেতে মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলার বাহিনীর সদস্যদের অবস্থান চোখে পড়ার মতো। স্থানে স্থানে তল্লাশি করতেও দেখা যাচ্ছে। এছাড়া মালবাহী ট্রাক প্রবেশেও নিয়ন্ত্রণ আনা হয়েছে।

দলের পক্ষ থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও রাজধানীজুড়ে প্রধানমন্ত্রী ও ‘পদ্মাকন্যা’ শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জায়গায় জায়গায় গেট করে পোস্টার-ব্যানার লাগিয়েছেন। এ উপলক্ষে সুসজ্জিত করা হয়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়। অভিনন্দন আর শুভেচ্ছা বার্তার ব্যানারে ভাসছে রাস্তাটি। এছাড়া সেতুর দুপাড়েও সাজসজ্জায় পরিপূর্ণ।

আগামীকাল উদ্বোধন করা হবে পদ্মা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্ববৃহৎ এই সেতু উদ্বোধন করবেন।

(ঢাকাটাইমস/২৪জুন/এএইচ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

এই বিভাগের সব খবর

শিরোনাম :