বন্যার পানিতে ডুবে ও সাপের দংশনে দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
 | প্রকাশিত : ২৪ জুন ২০২২, ১৮:৫৩

মৌলভীবাজারে বন্যার পানিতে সাপের দংশনে ইমরান আহমেদ (১৮) নামে আরও এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের পদুনাপুর গ্রামের ফারচু মিয়ার পুত্র।

অপরদিকে বুধবার রাত ৯টায় বাজার থেকে বাড়ি ফেরার পথে জুড়ী উপজেলায় বন্যার পানিতে ডুবে রন ডিকমন (৪০) নামে এক চা শ্রমিক নিখোঁজ হয়। শুক্রবার সকাল ৯টায় প্রায় ৩৬ ঘন্টা পর লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের পদুনাপুর গ্রামের ফারচু মিয়ার পুত্র ইমরান আহমদ (১৮) বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বানের জলে নামলে বিষধর সাপ তাকে কামড় দেয়। নিজের বাড়িতে বন্যার পানি উঠায় সে পাশের বাড়িতে আশ্রয় নিতে যাচ্ছিল। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। এর আগে কুলাউড়ায় বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে শিপু নামে এক যুবক বিষধর সাপের দংশনে মারা যায়।

(ঢাকাটাইমস/২৪জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :