টিএসসিতে অনন্ত-বর্ষা, ‘দিন-দ্য ডে’ সিনেমার ট্রেলার প্রদর্শন

প্রকাশ | ২৪ জুন ২০২২, ২০:৪৪

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন দ্য ডে’ সিনেমার ট্রেলার প্রদর্শিত হয়েছে।

শক্রবার সন্ধ্যায় টিএসসি অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনে অনন্ত জলিল ও খাদিজা পারভীন বর্ষা জুটির উপস্থিতিতে ট্রেলার প্রদর্শিত হয়।

প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দিয়ে অনন্ত জলিল বলেন, দিন-দ্য ডে সিনেমাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ততা আছে। এজন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই সিনেমাটির প্রচারণা শুরু করেছি। ঈদের দিন সারাদেশে রিলিজ হবে ‘দিন-দ্য ডে’। আমরা এতদিন যা বলে এসেছি, ছবিটা দেখলেই দর্শকরা বুঝবেন আমরা সঠিক বলেছি।

চিত্রনায়িকা খাদিজা পারভীন বর্ষা ঢাকাটাইমসকে বলেন, পুরো মুভিটা হতে চার বছর লেগে গেছে। আমরা সবসময়ই সামাজিক মুভি করি, যাতে পরিবারের সাথে দেখা যায়। মুভিটি দুটো দেশের সাংস্কৃতিকে এক করেছে।

অগ্রিম ঈদ মুবারক জানিয়ে এই অভিনেত্রী সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ জানান।

এর আগে এক ফেসবুক স্টাটাসে অনন্ত জলিল লিখেছেন, আমরা আসছি আমাদের ‘দিন দ্য: ডে’ সিনেমার নতুন ট্রেলার প্রদর্শন করতে স্টুডেন্টের জন্য, যে ট্রেইলারটি আমরা এখনও ইউটিউবে আপলোড করিনি।

এদিকে ট্রেলার দেখে উচ্চ্ছ্বা প্রকাশ করেছেন দর্শকরা। আফছানা হোসেন নামের এক দর্শক ঢাকাটাইমসে বলেন, অনন্ত-বর্ষা আসবে বলে খুব এক্সাইটেড ছিলাম। সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা-সমালোচনা দেখছি। সিনেমাটিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তবে, অনন্ত জলিলের অভিনয় আরেকটু বেটার আশা করেছিলাম। সবমিলিয়ে দারুণ কিছুর অপেক্ষা রইলাম।

 

দিন-দ্য ডে’ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন অনন্ত জলিল। তার বিপরীতে দেখা চিত্রনায়িকা বর্ষাকে।

ইরান ও লেবাননের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীও সিনেমাটিতে অভিনয় করেছেন। দেশের বাইরে ইরান, তুরস্ক ও আফগানিস্তানের বিভিন্ন স্থানে সিনেমার চিত্রধারণ করা হয়েছে। সিনেমাটি মোট ৫টি ভাষা ও ৮০টি দেশে একসঙ্গে মুক্তি পাবে বলে জানিয়েছিলেন অনন্ত জলিল।

ঢাকাটাইমস/২৪জুন/ইএস