পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদরীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুন ২০২২, ২১:৩৯

শনিবার সকালে উদ্বোধন হতে যাচ্ছে বাঙালির বহু আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর। ইতোমধ্যে সব ধরনের সাজসজ্জা ও প্রস্তুতি নেয়া হয়েছে। এই সেতু উদ্বোধনকে ঘিরে নিরাপত্তা বিঘ্ন হওয়ার কোনো শঙ্কা নেই বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার বিকালে মাদারীপুরের কাঁঠালবাড়ী ইউনিয়নের বাংলাবাজার এলাকা পরিদর্শনে এসে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। এখানেই আগামীকাল বিশাল জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষের মধ্যে পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।বৃষ্টি না হলে ১০ লাখের বেশি জনসমাগম হবে।

মন্ত্রী বলেন, আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করবেন। এরপর তিনি মাদারীপুরে জনসভায় বক্তব্য রাখবেন। এখানে নিরাপত্তার শঙ্কা নেই। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কর্তব্য পালন করছেন। পদ্মা সেতুর উদ্বোধন সফল করতে দলীয় ভলান্টিয়ার টিমও কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রয়োজনে আমরা বিজিবি নিয়ে আসব। তাই মানুষের শঙ্কার কোনো কারণ নেই।

ঢাকাটাইমস/২৪জুন/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :