পদ্মা সেতু উদ্বোধন: উৎসবের আবেগে ভোর থেকে মানুষের ঢল

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ জুন ২০২২, ০৯:৫০ | প্রকাশিত : ২৫ জুন ২০২২, ০৮:৩৪

আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এর পরই উদ্বোধন হবে স্বপ্নের পদ্মা সেতু। উদ্বোধন উপলক্ষে আজ শনিবার উৎসবে মাতবে গোটা দেশে। এ উপলক্ষে দুপুর ১২টায় মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ীতে জনসভার আয়োজন করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই জনসভায় ভাষণ দেবেন।

একদিকে পদ্মা সেতু নিয়ে আবেগ, অন্যদিকে দীর্ঘদিন পরে সশরীরে প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান- এ দুয়ে মিলে পদ্মা সেতুর আশপাশের অঞ্চলসহ গোটা দক্ষিণাঞ্চলবাসী আনন্দে মাতোয়ারা। তাই এই জনসভায় যোগ দিতে শনিবার ভোর থেকেই জনসভাস্থলে আসতে শুরু করেছে মানুষ।

সরজমিনে দেখা গেছে, শনিবার ভোর থেকে দলে দলে জড়ো হচ্ছে মানুষ। ওই অঞ্চলসহ আশপাশের এলাকার সব বয়সি মানুষ জড়ো হচ্ছেন। অনেকে এসেছেন সপরিবারে।

মাদারীপুরের জেলা প্রশাসক বলেছেন, ‘সেতু উদ্‌বোধন উপলক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন।’

জনসভায় প্রায় ১০ লাখ মানুষ যোগ দেবেন বলে আশা করছেন তিনি।

আজ সকাল ১০টায় মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে পদ্মা সেতু উদ্‌বোধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

কর্মসূচি অনুযায়ী সকাল ১১টায় মাওয়া পয়েন্টে স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্‌বোধনী খাম ও বিশেষ সিলমোহর উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। ১১টা ১২ মিনিটে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্‌বোধন করবেন। এরপর শরীয়তপুরের জাজিরা পয়েন্টের উদ্দেশে যাত্রা করবেন।

প্রধানমন্ত্রী বেলা ১১টা ৪৫ মিনিটে জাজিরা পয়েন্টে পৌঁছে সেতু ও ম্যুরাল-২ এর উদ্‌বোধনী ফলক উন্মোচন করবেন। দুপুর ১২টায় মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

(ঢাকাটাইমস/২৫জুন/এফএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :