পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে রাজধানীতে ডিএমপির শোভাযাত্রা

প্রকাশ | ২৫ জুন ২০২২, ০৯:৪৪ | আপডেট: ২৫ জুন ২০২২, ০৯:৫৯

অনলাইন ডেস্ক

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে রাজধানীতে আনন্দ শোভাযাত্রা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে শুরু হয় এ শোভাযাত্রা। ডিএমপি হেড কোয়ার্টার থেকে শুরু হয়ে রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়ে শোভাযাত্রা।

শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল করিম ও অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়। এছাড়া আরও উপস্থিত ছিলেন ডিবিপ্রধান এ কে এম হাফিজ আক্তার, সিটিটিসি প্রধান আসাদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শোভাযাত্রার শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে মীর রেজাউল করিম বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের র‌্যালিতে অংশগ্রহণ করে আমরা সবাই গর্বিত। নানান প্রতিকূলতা পেরিয়ে  পদ্মা সেতু বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

(ঢাকাটাইমস/২৫জুন/এএইচ/ইএস)