হুইল চেয়ারে পদ্মাপাড়ের অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ

প্রকাশ | ২৫ জুন ২০২২, ১১:০২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধীসামবেশে যোগ দিয়েছেন দেশি-বিদেশি অনেক অতিথি। অনুষ্ঠানে যোগ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীও। শিনিবার সকালে লুঙ্গি পরে হুইল চেয়ারে করে মাওয়াপ্রান্তে সমাবেশস্থলে হাজির হন ডা. জাফরুল্লাহ।

 

এসময় গণমাধ্যমকর্মীদেরকে জাফরুল্লাহ বলেন, ‘আজকে আমাদের স্বপ্ন। প্রধানমন্ত্রীর সাহসী উদ্যোগ দেখতে পাচ্ছি, সেজন্য আনন্দিত। তবে প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন থাকবে। পদ্মা সেতুতে অ্যাম্বুলেন্স যেন টোল ফ্রি করেন তিনি। আর বিদেশিদের জন্য যেন ডবল ট্যাক্সের ব্যবস্থা থাকে।

 

‘এছাড়া এখন প্রধানমন্ত্রীর দেশের গণতন্ত্রের দিকে নজর দিতে হবে’ বলেন জাফরুল্লাহ।

 

বিএনপি দাওয়াতপত্র ফিরিয়ে দেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাফরুল্লাহ বলেন, ‘এবিষয়ে কিছু বলতে পারব না। আমাকে দাওয়াত দিয়েছে সেজন্য আমি খুশি।’

 

‘তবে আমি মনে করি খালেদা জিয়াকে আজকে দাওয়াত দেওয়া উচিত ছিল। তাকে জামিন দিয়ে, এখানে তার আসা উচিত ছিল। ভালো কাজের প্রশংসা করি, করতে হবে।’ যোগ করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

 

(ঢাকাটাইমস/২৫জুন/এএইচ/এফএ)