সাঁথিয়ায় জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১০

প্রকাশ | ২৫ জুন ২০২২, ১৮:৩০

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস

পাবনার সাঁথিয়ায় জমি বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের মহিলা ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার নন্দনপুর ইউনিয়নের ক্ষয়েরবাড়িয়া গ্রামে।

এ ঘটনায় আহতদের সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, লুৎফর (৪০), কাশেম (৫৫), আরিফের স্ত্রী রেশমা খাতুন (৩৫), আরিফ (৩৫),  আইরিন (৯),  সেলিম (৩৫), শামীম (১৬), আলীম (৩৮) ও চাঁদ (২০)।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার খয়েরবাড়ীয়া গ্রামের আবুল কাশেম প্রামানিকের সাথে সেলিম গংদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার দুপুরে উভয়ের পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে মহিলা ও শিশুসহ ১০ জন আহত হয়।

(ঢাকাটাইমস/২৫জুন/এলএ)