পদ্মা সেতুর উদ্বোধন: ২৮ বিমানের মনোজ্ঞ ফ্লাইপাস্ট

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে মনোজ্ঞ ফ্লাইপাস্ট করেছে বিমান বাহিনী। এতে ২৮টি বিমান অংশগ্রহণ করে। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ফ্লাইপাস্ট উপভোগ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান ঘিরে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান-এর নির্দেশক্রমে এক বর্ণিল ও মনোজ্ঞ ফ্লাইপাস্টের আয়োজন করা হয়।
গ্রুপ ক্যাপ্টেন মো. মনিরুজ্জামান হাওলাদারের নেতৃত্বে বিমান বাহিনীর যুদ্ধবিমান, পরিবহন বিমান ও হেলিকপ্টার সহ মোট ২৮ টি বিমান এই ফ্লাইপাস্টে অংশগ্রহণ করে।ফ্লাইপাস্টে মিগ-২৯ ও এফ-৭ সিরিজের যুদ্ধবিমান, সি-১৩০জে ও এল-৪১০ পরিবহণ বিমান, এবং গ্রোব-১২০ টিপি প্রশিক্ষণ বিমান বিভিন্ন ধরনের ফরমেশন উড্ডয়নের পাশাপাশি বর্ণিল ধোঁয়া ছেড়ে অনুষ্ঠানস্থল অতিক্রম করে।
পদ্মা সেতুর এই উদ্বোধনী অনুষ্ঠানকে মহিমান্বিত করতে জাতীয় পতাকা সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি, উদ্বোধনকৃত পদ্মাসেতু ও 'জয় বাংলা' ব্যানার নিয়ে এগিয়ে যায় ৫ টি এমআই-১৭ হেলিকপ্টার।
এছাড়াও একটি বেল-২১২ হেলিকপ্টার থেকে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের জন্য লিফলেট বিতরণ করা হয়। সবশেষে, অনুষ্ঠানের আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে ৭টি কে-৮ডব্লিউ এবং ১টি মিগ-২৯ বিমান এক মনোমুগ্ধকর অ্যারোবেটিক প্রদর্শনীর মাধ্যমে ফ্লাইপাস্ট সমাপ্ত হয়।
(ঢাকাটাইমস/২৫জুন/এসএস/কেএম)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

দুর্গাপূজায় গুজব রোধে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির

মার্কিন ভিসা নীতি কি উল্টে আওয়ামী লীগকে একাট্টা হওয়ার সুযোগ করে দিচ্ছে?

শব্দদূষণ নিয়ন্ত্রণ না হলে দেশের শতভাগ মানুষ শ্রবণ সমস্যায় ভুগবে

সুলতানস ডাইনের কাচ্চিতে বিড়ালের মাংস ছিল? অভিযোগপত্রে যা জানাল পিবিআই

চুরি করতে দোকানে ঢুকে গণপিটুনির ভয়ে ৯৯৯-এ ফোন! উদ্ধারের পর পুলিশের হাতে গ্রেপ্তার

নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল, জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট

বিভিন্ন জেলার ১৭৫ সংসদীয় আসনে যারা পেতে পারেন দলীয় মনোনয়ন

জলবায়ুবান্ধব প্রকল্পে বিনিয়োগের আহ্বান

ভিসানীতির আড়ালে কোনো ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে: হানিফ
