মেয়ার্স-ব্ল্যাকউডের প্রতিরোধ, দুইশ পেরোলো উইন্ডিজ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুন ২০২২, ২৩:৫৮

সেন্ট লুসিয়ায় দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশনে চাপেই রেখেছিলো বাংলাদেশের বোলাররা। কিন্তু পঞ্চম উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তুলেছেন কাইল মেয়ার্স ও জার্মেইন ব্ল্যাকউড। তাতেই দুইশ পেরোলো স্বাগতিকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেটে ২০২ রান তুলেছে উইন্ডিজ। ৩২ রানে এগিয়ে রয়েছে সফরকারীরা।

এখন ১৯ রানে জার্মেইন ব্ল্যাকউড ও ৩৭ রানে কাইল মেয়ার্স অপরাজিত রয়েছেন।

বাংলাদেশের করা ২৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষ বিকেলে দুর্দান্ত ব্যাট করতে থাকেন দুই ক্যারিবিয়ান ওপেনার। দ্বিতীয় দিনের শুরুটাও ভালোই ছিল স্বাগতিকদের। অতপর দলীয় ৪১ রানে ভাঙে ওপেনিং জুটি। শরিফুল ইসলামের করা বলে কটবিহাইন্ড হন ওপেনার জন ক্যাম্পবেল। আউট হওয়ার আগে ৭৯ বলে ৪৫ রান করেন তিনি।

এদিকে আপনতালে ব্যাট করতে থাকা ওয়েস্ট ইন্ডিজের দলনেতা ও ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। তবে এরপর আর ব্যক্তিগত ইনিংসটা বড় করতে পারেননি তিনি। মেহেদি হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে করেছেন ৫১ রান। পরের ওভারেই দুই ক্যারিবীয় ব্যাটারকে ফেরান বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। আউট হওয়ার আগে ২২ রান করেন রেইফার। আর রানের খাতায় খুলতে পারেনি এনক্রমাহ বোনার।

(ঢাকাটাইমস/২৫জুন/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :