মেয়ার্সের সেঞ্চুরিতে তিনশ পেরোলো ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ জুন ২০২২, ০৩:৩৫ | প্রকাশিত : ২৬ জুন ২০২২, ০২:২২

সেন্ট লুসিয়ায় দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের খেলায় ব্যক্তিগত শতরানের ইনিংস পূর্ণ করলেন কাইল মেয়াস। তাতেই তিনশ পেরোলো স্বাগতিকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেটে ৩০৩ রান তুলেছে উইন্ডিজ। ফলে লিড নিয়েছে ৬৯ রানের।

এখন ১০৩ রানে কাইল মেয়ার্স ও ১২ রানে জশুয়া ডি সিলভা অপরাজিত রয়েছেন।

বাংলাদেশের করা ২৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষ বিকেলে দুর্দান্ত ব্যাট করতে থাকেন দুই ক্যারিবিয়ান ওপেনার। দ্বিতীয় দিনের শুরুটাও ভালোই ছিল স্বাগতিকদের। অতপর দলীয় ৪১ রানে ভাঙে ওপেনিং জুটি। শরিফুল ইসলামের করা বলে কটবিহাইন্ড হন ওপেনার জন ক্যাম্পবেল। আউট হওয়ার আগে ৭৯ বলে ৪৫ রান করেন তিনি।

এদিকে আপনতালে ব্যাট করতে থাকা ওয়েস্ট ইন্ডিজের দলনেতা ও ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। তবে এরপর আর ব্যক্তিগত ইনিংসটা বড় করতে পারেননি তিনি। মেহেদি হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে করেছেন ৫১ রান। পরের ওভারেই দুই ক্যারিবীয় ব্যাটারকে ফেরান বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। আউট হওয়ার আগে ২২ রান করেন রেইফার। আর রানের খাতায় খুলতে পারেনি এনক্রমাহ বোনার। তৃতীয় সেশনের দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই জার্মেইন ব্ল্যাকউডকে ফেরালেন মেহেদি হাসান মিরাজ। আউট হওয়ার আগে করেন ৪০ রান।

(ঢাকাটাইমস/২৫জুন/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুরোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :