বেলারুশের নিরাপত্তায় পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে রাশিয়া

প্রকাশ | ২৬ জুন ২০২২, ০৯:২৩ | আপডেট: ২৬ জুন ২০২২, ০৯:৩২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ইউক্রেন যুদ্ধের মধ্যেই প্রতিবেশি বেলারুশে পারমাণবিক বোমা হামলায় সক্ষম ইসকান্দার ক্ষেপণাস্ত্র পাঠাতে যাচ্ছে রাশিয়া। বেলারুশের নিরাপত্তা নিশ্চিতে কয়েক মাসের মধ্যেই এসব পাঠানো শেষ হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

রাশিয়ার গণমাধ্যমে প্রকাশিত একটি খবরে পুতিন বলেন, আসছে মাসে, আমরা বেলারুশে ইসকান্দার-এম ট্যাকটিক্যাল মিসাইল ব্যবস্থা পাঠাব। যেটি ব্যালাস্টিক বা ক্রুস মিসাইল ব্যবহার করতে পারে, এগুলোর সাধারণ এবং পারমাণবিক সংস্করণের। 

শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বৈঠক করেন। এর পরই কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

চলমান যুদ্ধে বেলারুশকেও টেনে আনতে চায় রাশিয়া– ইউক্রেনের এমন অভিযোগের পরই তাদের বৈঠকের খবর সমানে আসে।

অবশ্য বৈঠকে তারা বিশ্বব্যাপী সার সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। 

ঢাকাটাইমস/২৬জুন/ইএস