ঈদে তানিন সুবাহর ‘ভালোবাসার রং তামাশা’

বাংলা শোবিজের একজন সম্ভাবণাময়ী অভিনেত্রী তানিন সুবাহ। যিনি ছোট-বড় দুই পর্দায়ই নিয়মিত কাজ করেন। সম্প্রতি এই অভিনেত্রী কাজ করলেন ‘ভালোবাসার রং তামাশা’ নামে একটি নাটকে। ঈদের জন্য নির্মিত এই নাটকটি রচনা করেছেন মীর্জা রাকিব। পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী।
সম্প্রতি রূপগঞ্জের তিনশ ফিট এলাকায় নাটকটির শুটিং হয়েছে। এখানে তানিন সুবাহর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক শিপন মিত্র। ‘ভালোবাসার রং তামাশা’ এ জুটির প্রথম কাজ। নাটকটিতে তানিন সুবাহর চরিত্রটির নাম রুবি। শিপন মিত্র রয়েছেন বাবু চরিত্রে।
চিত্রনায়িকা তানিন সুবাহ ঢাকাটাইমসকে বলেন, ‘নাটকটিতে কাজ করে অনেক ভালো লেগেছে। ভালোবাসা, রোমান্টিকতা, রসিকতা সবই আছে এখানে। নাটকের গল্প আর চরিত্র সম্পর্কে এখনই বলতে চাই না। শুধু বলব, এমন চরিত্রে আগে কাজ করিনি। আশা করি, নাটকটি দেখলে দর্শক নিরাশ হবেন না।’
এই অভিনেত্রী আরও জানান, আসছে কোরবানির ঈদে তার ‘ভালোবাসার রং তামাশা’ নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভিতে প্রচার করা হবে। এছাড়া ঈদ উপলক্ষে হাতে আরও বেশ কিছু কাজ রয়েছে বলে জানান ‘জমজ’ নাটক দিয়ে আলোচনায় আসা তানিন সুবাহ।
(ঢাকাটাইমস/২৬ জুন/এএইচ)
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

পরীর কোলে পুত্রসন্তান, বাবা রাজের অনুভূতি কী?

পরী-রাজের ঘরে এল পুত্রসন্তান

‘লাল সিং চাড্ডা’ থেকে কত কোটি করে নিলেন আমির-কারিনা?

‘হাওয়া’ নিয়ে পরিবেশবাদীদের উদ্বেগ, ক্ষমা চাওয়ার দাবি

আসল সংগঠকদের নিয়ে পুনর্গঠিত হোক বিসিবি: আসিফ

ছাড়পত্র পেল সিয়াম-পরীর দ্বিতীয় সিনেমা

একসময়ের কোলাহলপূর্ণ এফডিসি এখন...

ডেঙ্গুতে আক্রান্ত, তবু থেমে নেই কঙ্গনা

'পরাণ'র পর নতুন খবর দিলেন প্রযোজক
