লন্ডনপ্রবাসী হওয়ার অপেক্ষায় চিত্রনায়িকা এমি

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুন ২০২২, ১৬:২১

সংসার জীবনের সবে এক মাস পার করেছেন চিত্রনায়িকা এমিয়া এমি। গত ২২ মে ফাহেয়াজ শাহরুখ নামে এক লন্ডনপ্রবাসীকে বিয়ে করেন তিনি। থাকছেন রাজধানীর উত্তরায়। বাইরের জগতের সব ছেড়ে মন দিয়ে করছেন সংসার। খুব শিগগির হয়ে যাবেন লন্ডনপ্রবাসী।

ঢাকাটাইমসের সঙ্গে আলাপকালে ‘ডিনগিরি’র নায়িকা নিজেই এ কথা জানিয়েছেন। জীবনের নতুন অধ্যায় কেমন কাটছে- এ সম্পর্কে জানতে যোগাযোগ করা হয় তার সঙ্গে। এমি বলেন, ‘বাসায় থাকি, পরিবারকে সময় দিচ্ছি। আমাদের সবকিছু ঠিকঠাক চলছে, আলহামদুলিল্লাহ।’

সংসার সামলে পাশাপাশি কিছু করার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে এমি বলেন, ‘আপাতত সংসার নিয়েই ব্যস্ত আছি, থাকতে চাই। এর বাইরে কিছু করার পরিকল্পনা নেই। সামনে মাসে (জুলাইতে) ফাহেয়াজ শাহরুখ লন্ডন চলে যাবে। হয়তো ওর সঙ্গে আমিও চলে যাবো।’

গত ২২ মে সন্ধ্যায় রাজধানীর এক কাজী অফিসে বিয়ে করেন এমি ও ফাহেয়াজ শাহরুখ। সেই বিয়ের সাক্ষী ছিলেন তাদের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুবান্ধব। বিয়ের দুদিন পর ঢাকাটাইমসের সঙ্গে আলাপে এমি জানিয়েছিলেন, জীবনের সেরা সময় কাটাচ্ছেন তিনি। বৈবাহিক জীবনটা চুটিয়ে উপভোগ করছেন।

স্বামী ফাহেয়াজ শাহরুখের প্রশংসা করে নায়িকা বলেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ ভুল সময়ে সঠিক মানুষকে পাঠিয়ে দিয়েছেন আমার জন্য। ওকে সঙ্গে নিয়ে ঠিক ১০০ বছর বাঁচতে চাই।’

এমি এও জানান, পরিচয়ের মাত্র পাঁচ দিনের মাথায় তিনি ফাহেয়াজ শাহরুখকে বিয়ের সিদ্ধান্ত নেন। এক কমন ফ্রেন্ডের মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল। তাও মাত্র চার দিনের। পাঁচ দিনের মাথায় দুজনে একসঙ্গে থাকার পাকা সিদ্ধান্ত নিয়ে ফেলেন। বিয়ে করেন মাত্র এক ঘণ্টার ডিসিশনে।

ফাহেয়াজ শাহরুখের কোন গুণটা এত মুগ্ধ করল এমিকে, যে এত কম সময়ের পরিচয়ে জীবনসঙ্গী করে নিলেন? নায়িকা বলেছিলেন, ‘ওর সবচেয়ে বড় গুণ, ও আমাকে সহজে বুঝতে পারে। আমিও ওকে বুঝতে পারি। একসঙ্গে জীবন কাটানোর জন্য একে অন্যকে বুঝতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ।’

এমির স্বামী ফাহেয়াজ শাহরুখ পেশায় একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। তার গ্রামের বাড়ি কুমিল্লা। তবে জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। বিয়েটা তারা শুধু বন্ধুবান্ধবের উপস্থিতিতে করলেও লন্ডন যাওয়ার আগে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করে সবাইকে দাওয়াত দেবেন বলে জানান এমি।

এই নায়িকার ক্যারিয়ার শুরু হয়েছিল মডেলিং দিয়ে। ২০১৭ সালে ‘আপন মানুষ’ ছবির মাধ্যমে শুরু করেন চলচ্চিত্রে যাত্রা। ২০১৯ সালে শাহ আলম মন্ডল পরিচালিত ‘ডনগিরি’ দিয়ে আসেন আলোচনায়। সেখানে এমির নায়ক ছিলেন বাপ্পি চৌধুরী।

তবে আর অভিনয় নয়, বাকি জীবনটা স্বামী-সংসার নিয়েই কাটাতে চান এমি। নায়িকার কথায়, ‘মিডিয়ায় আর কাজ করব না। আমার স্বামী চায় না। তার চাওয়াটাকে সম্মান জানিয়ে চূড়ান্তভাবে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।’

(ঢাকাটাইমস/২৬ জুন/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :