২২০ প্রান্তিক নারী কৃষককে ব্যাংক এশিয়ার কৃষিঋণ বিতরণ

প্রকাশ | ২৬ জুন ২০২২, ১৮:২২

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

আর্থিক অর্ন্তভুক্তির মাধ্যমে নারী কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষে রাজশাহীতে ২২০ জন প্রান্তিক নারী কৃষকের মাঝে কৃষি ঋণ বিতরণ করেছে ব্যাংক এশিয়া। ২৩ জুন রাজশাহী শিল্পকলা একাডেমীতে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষিখাতে বিশেষ প্রণোদনামূলক পূণঃঅর্থায়নকৃত স্কিমের আওতায় মাত্র ৪ শতাংশ সুদে ১ কোটি ৮০ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক জনাব মির্জা আবদুল মান্নান। রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মো. আক্তার হোসেন, উপপরিচালক (কৃষি) মোজদার হোসেন, হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর পরিচালক নুরুন নাহার,  ব্যাংকের এগ্রিকালচার ক্রেডিট ডিপার্টমেন্ট প্রধান শাহনাজ আক্তার শাহীন, রাজশাহী শাখা প্রধান তারেক আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ শাখা প্রধান মো. একরাম হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।– বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/২৬জুন/এসকেএস)