সিংড়ায় বানার বাঁধ অপসারণ করল প্রশাসন

প্রকাশ | ২৬ জুন ২০২২, ১৮:৪৮

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

নাটোরের সিংড়ার চলনবিল থেকে প্রায় ৫ হাজার মিটার বানার বাঁধ অপসারণ করা হয়েছে। রবিবার বিকাল ৫টায় জোলারবাতা এলাকা থেকে এই বাঁধ অপসারণ করা হয়।

সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান অভিযান পরিচালনা করে এই অবৈধ বাঁধ অপসারণ করেন।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন প্রমুখ।

জানা যায়, চলনবিলে বন্যার পানি আসার সাথে সাথে এক শ্রেণির প্রভাবশালীরা পানি আটকিয়ে বানার বাঁধ দিয়ে মা মাছ শিকার করছিল। খবর পেয়ে জোলারবাতা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এদিকে প্রশাসনের এই অভিযানকে অভিনন্দন জানিয়ে স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, চলনবিলের মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ বানার বাঁধ, সোঁতি ও চায়না দুয়ারী জাল বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

(ঢাকাটাইমস/২৬জুন/এলএ)