বৃষ্টি বাগড়ায় বন্ধ খেলা

প্রকাশ | ২৬ জুন ২০২২, ২০:৫২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

সেন্ট লুসিয়া টেস্টে তৃতীয় দিনের শুরুটা ভালো ছিল বাংলাদেশের। কয়েক ওভারেই মাঝেই দুই ক্যারিবিয়ান ব্যাটারকে ফেরান বাংলাদেশের বোলাররা। কিন্তু বেশিক্ষণ খেলা চললো না। বৃষ্টি বাগড়ায় আপাতত খেলা বন্ধ রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট ৩৭৬ রান তুলেছে উইন্ডিজ। ফলে লিড দাঁড়িয়েছে ১৪২ রানে।

এখন ১৪০ রানে কাইল মেয়ার্স ও ৭ রানে কেমার রোচ অপরাজিত রয়েছেন।

৩৪০ রানে দ্বিতীয় দিন শেষ করা ওয়েস্ট ইন্ডিজ আজ আবারও ব্যাট করতে নামে। তবে ব্যাট হাতে দিনের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। তৃতীয় দিনের দ্বিতীয় ওভারেই জশুয়া ডি সিলভাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদি হাসান মিরাজ। আউট হওয়ার আগে করেন ২৯ রান। পরের উইকেটে খেলতে নেমে ৬ রানে আউট হন আলজারি জোসেফ।

এদিকে কেমার রোচকে সঙ্গে নিয়ে আপনতালে খেলে যাচ্ছেন সেঞ্চুরিয়ান কাইল মেয়ার্স। ব্যক্তিগত দেড়শ রানের দ্বারপ্রান্তে রয়েছেন তিনি।

(ঢাকাটাইমস/২৬জুন/এমএম)