ইংল্যান্ডকে ২৯৬ রানের টার্গেট দিল কিউইরা

প্রকাশ | ২৬ জুন ২০২২, ২১:২২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

লিডসে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচে নিজেদের দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩২৬ রান তুলেছে সফররত নিউজিল্যান্ড দল। প্রথম ইনিংসে ৩১ রানের লিড নেয়ায় ২৯৬ রানের টার্গেট পেল স্বাগতিক ইংল্যান্ড দল। জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে ইংলিশরা।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ৩২৯ রান সংগ্রহ করে সফররত নিউজিল্যান্ড। জবাবে খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৩৬০ রান তুলে স্বাগতিক ইংল্যান্ড।

এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তিন ফিফটিতে ৩২৬ রানে থেমেছে ব্ল্যাকক্যাপসরা। দলের পক্ষে সর্বোচ্চ ৮৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন টম ব্লান্ডেল। ওপেনার টম লাথামের ব্যাট থেকে এসেছে ৭৬ রান। আর প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান দেখা পাওয়া ডানহাতি ব্যাটার ড্যারেল মিচেল করেছেন ৫৬ রান। এছাড়া ৪৮ রান করেন কেইন উইলিয়ামসন।

এদিকে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন জ্যাক লিচ। এছাড়া ম্যাথু পটস পেয়েছেন তিনটি উইকেট। আর জ্যামি ওভারটন ও জো রুট একটি করে উইকেটের দেখা পেয়ছেন।

(ঢাকাটাইমস/২৬জুন/এমএম)