পল্লবীতে মাদক চোরাকারবারি আটক

প্রকাশ | ২৬ জুন ২০২২, ২২:১৮

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর পল্লবী এলাকা থেকে  মো. আবু নাসের নামের একজন মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-৪। এ সময়ে তার কাছ থেকে ৩৬ বোতল বিদেশি মদ ও ৮৮১ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। রবিবার দুপুরে র‌্যাব-৪ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল সাড়ে নয়টার দিকে  র‌্যাব-৪ এর একটি দল পল্লবী থানার বাউনিয়াবাদ এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩৬ বোতল বিদেশী মদ, ৮৮১ ক্যান বিয়ার, একটি প্রাইভেটকার, একটি মোবাইল এবং একটি সিমকার্ডসহ সহ মো. আবু নাসের নামের এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়।

আটকের বরাত দিয়ে র‌্যাব জানায়, আবু নাসের বেশ কিছুদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ এবং বিয়ার কিনে আনতো। পরে ওই মাদক রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের  কাছে সরবরাহ ও বিক্রি করে আসছিলো। তার বিরুদ্ধে পল্লবী থানায় মাদক আইনে একটি মামলা করেছে র‌্যাব।

আটক মো. আবু নাসেরের গ্রামের  বাড়ি চাঁদপুর জেলায়।

(ঢাকাটাইমস/২৬ জুন/এএ)