সেঞ্চুরিয়ান মেয়ার্সকে ফেরালেন খালেদ, লিড ১৫০

প্রকাশ | ২৬ জুন ২০২২, ২৩:০১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

সেন্ট লুসিয়া টেস্টে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই সেঞ্চুরিয়ান কাইল মেয়ার্সকে ফেরালেন বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ উইকেট ৩৮৪ রান তুলেছে উইন্ডিজ। ফলে লিড দাঁড়িয়েছে ১৫০ রানে।

এখন ৯ রানে কেমার রোচ ও শূন্যরানে অ্যান্ডারসন জোসেফ অপরাজিত রয়েছেন।

৩৪০ রানে দ্বিতীয় দিন শেষ করা ওয়েস্ট ইন্ডিজ আজ আবারও ব্যাট করতে নামে। তবে ব্যাট হাতে দিনের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। তৃতীয় দিনের দ্বিতীয় ওভারেই জশুয়া ডি সিলভাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদি হাসান মিরাজ। আউট হওয়ার আগে করেন ২৯ রান। পরের উইকেটে খেলতে নেমে ৬ রানে আউট হন আলজারি জোসেফ।

দিনের প্রথম সেশনের শেষদিকে বৃষ্টি বাগড়ায় বন্ধ ছিল খেলা। এর মাঝেই লাঞ্চ বিরতির সময়ও ফুরিয়ে যায়। আর বৃষ্টিতেও থেমে গেলে দ্বিতীয় সেশনের খেলা শুরু হয়। এই সেশনের শুরুতেই সেঞ্চুরিয়ান কাইল মেয়ার্সকে সাজঘরে পাঠান খালেদ আহমেদ। আউট হওয়ার আগে ১৪৬ রান করেন মেয়ার্স। ২০৮ বলে খেলা তার এই শৈল্পিক ইনিংসটি ১৮টি চার ও দুটি ছয়ে সাজানো।

(ঢাকাটাইমস/২৬জুন/এমএম)