ত্রাণের গাড়ি দেখলেই ছুটছে হাজার হাজার দুর্গত মানুষ

সিলেট প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ জুন ২০২২, ১২:১৬ | প্রকাশিত : ২৭ জুন ২০২২, ০৯:০৮

সিলেটের কোম্পানীগঞ্জে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণাধীন বঙ্গবন্ধু হাই-টেক পার্ক হয়ে উঠেছে বন্যার্ত মানুষের আশ্রয়কেন্দ্র। আশ্রয়কেন্দ্রের হাজার হাজার মানুষ প্রতিদিন ত্রাণের আশায় বসে থাকেন। সিলেট-ভোলাগঞ্জ সড়কের প্রায় পুরো অংশে প্রতিদিন ত্রাণের আশায় ভিড় করেন তারা। দেশের বিভিন্ন স্থান থেকে ত্রাণ নিয়ে যাওয়া গাড়ি দেখলেই ছুটে যান বন্যাদুর্গত মানুষ।

সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের কান্দিবাড়ি, বিলাজুড় চাতলপার, শিমুলতলা, তেলিখাল, আন্দুউরা, গাংপার, শিমুলতলা, নয়াগাঁওসহ অনেক গ্রামের বাড়িঘরে এখনও বন্যার পানি রয়েছে। ভয়াবহ বন্যায় নষ্ট হয়ে গেছে ধান-চালসহ সব সম্বল। এখন কৃষক ও শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়েছেন।

কোম্পানীগঞ্জের বেশিরভাগ মানুষ একসময় কোয়ারিতে কাজ করতেন। অনেক দিন ধরে কোয়ারি বন্ধ। এলাকায় তেমন কাজকর্ম নেই। এ অবস্থায় অসহায় হয়ে পড়েছেন বন্যাদুর্গত ওই মানুষরা।

পার্ক এলাকার পার্শ্ববর্তী তেলিখাল থেকে মায়ের সঙ্গে আশ্রয়কেন্দ্রে এসেছে ৯ বছরের রাহেলা। সে জানায়, বন্যায় তাদের ঘরের সব নষ্ট হয়ে গেছে। বইপত্র নষ্ট হয়েছে। এখন ক্ষুধার তাড়নায় সে ত্রাণ নিতে এসেছে। ত্রাণের আশায় শত শত মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়েছেন তেলিখালের তোরা মিয়া। কোনো কাজ নেই। তাই ত্রাণ ছাড়া উপায়ও নেই তার।

এদিকে মানুষের দুর্ভোগ বেড়েছে গবাদিপশু নিয়েও। উপজেলার আন্দুউরা গ্রামের লক্ষ্মীকান্ত দাস বলেন, ‘ঘরের পানি নেমেছে। তার পরও রয়ে গেছি। কারণ বাড়িতে গরুগুলোর খাবারের কোনো ব্যবস্থা নেই। এখানে পশুগুলো খাবার পাচ্ছে। আর বিভিন্ন লোকজন এসে ত্রাণ দিচ্ছে।’

দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ত্রাণসামগ্রী নিয়ে আসছেন।

ক্যাম্পের কমান্ডার মেজর দেওয়ান মো. মুক্তাদির বলেন, প্রতিদিন মানুষজন ত্রাণ নিয়ে আসছেন; সরাসরি উপদ্রুত এলাকায় ত্রাণ নিয়ে যাচ্ছেন। আবার কেউ তাদের কাছে দিলে তা বিতরণের ব্যবস্থা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৭জুন/এফএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :