করোনা টিকা: দেশে নির্ধারিত সময়ের আগেই ডাব্লিউএইচও’র লক্ষ্যমাত্রা অর্জন

প্রকাশ | ২৭ জুন ২০২২, ১০:৪৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

টিকা প্রয়োগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করেছে বাংলাদেশ। ডাব্লিউএইচও লক্ষ্যমাত্রা ছিল মোট জনগোষ্ঠীর ৭০ শতাংশকে পূর্ণ দুই ডোজ টিকার আওতায় আনা। এ জন্য বাংলাদেশকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সময়সীমা দিয়েছিল সংস্থাটি। এর চার দিন আগেই  এ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ ভ্যাক্সিন ডেপ্লয়মেন্ট কমিটি।

কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক বলেন, ‘আমরা ৭০ শতাংশ মানুষকে করোনার পূর্ণ দুই ডোজ টিকা দিতে পেরেছি। এটা আমাদের একটি বড় সাফল্য।’ 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাখতে হলে মোট জনগোষ্ঠীর মধ্যে কমপক্ষে ৭০ শতাংশকে পূর্ণ দুই ডোজ টিকার আওতায় আনতে হবে। চলতি মাসের ৩০ জুন সময়সীমাও দিয়েছিল।  

রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সর্বশেষ কোভিড ভ্যাকসিন আপডেট অনুযায়ী দেশে এ পর্যন্ত ১২ কোটি ৮৯ লাখ ৯৫ হাজার ৮০৯ জন মানুষকে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছে ১১ কোটি ৯১ লাখ ৯৯ হাজার ২৪৫ জন। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব বলছে, বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি তিন লাখের কিছু বেশি। এ হিসাবে ৭০ শতাংশ মানুষ পূর্ণ ডোজ টিকার আওতায় এসেছে। এ ছাড়া দুই কোটি ৮৬  লাখ ১৫ হাজার ৫৪৩ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

দেশে গত বছরের ২৭ জানুয়ারি পরীক্ষামূলকভাবে করোনা টিকাদান শুরু হয়। ৭ ফেব্রুয়ারি সারা দেশে ব্যাপকভাবে শুরু হয় এ কার্যক্রম। 

(ঢাকাটাইমস/২৭জুন/এফএ)