বিএসইসির দুই কর্মকর্তা পেলেন শুদ্ধাচার পুরস্কার

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দুই কর্মকর্তা শুদ্ধাচার পুরস্কার ২০২০-২০২১ পেয়েছেন। জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা বাস্তবায়নে তাদের অবদানের স্বীকৃতি হিসেবে বিএসইসি এই পুরস্কারের জন্য তাদের নির্বাচিত করে।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- বিএসইসি’র উপপরিচালক মুহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত ও ব্যক্তিগত কর্মকর্তা নাঈম আহমেদ।
শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা, ২০২১ অনুযায়ী গ্রেড ২ হতে গ্রেড ৯ এর কর্মকর্তা-কর্মচারীদের মধ্য হতে নির্বাচিত হন উপপরিচালক মুহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত এবং গ্রেড ১০ হতে গ্রেড ১৬ এর কর্মকর্তা-কর্মচারীদের মধ্য হতে নির্বাচিত হন ব্যক্তিগত কর্মকর্তা নাঈম আহমেদ।
পেশাগত জ্ঞান, দক্ষতা ও সততার নিদর্শনসহ ২৩টি সূচকে সর্বোচ্চ ফলাফলের জন্য নিজ নিজ ক্যাটাগরিতে তারা এই পুরস্কারপ্রাপ্ত হন। পুরস্কার হিসেবে তাদের হাতে সম্মাননা সনদ ও চেক প্রদান করা হয়।
২৬ জুন একটি অনুষ্ঠানের মাধ্যমে শুদ্ধাচার পুরস্কার ২০২০-২০২১ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসির কমিশনার মো. আব্দুল হালিম। এছাড়া উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দীন আহমেদ ও ড. রুমানা ইসলাম। বিএসইসির নির্বাহী পরিচালক মো. মাহবুবের রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এ টি এম তারেকুজ্জামান।
বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দীন আহমেদ বলেন, কমিশনের কর্মকর্তাদের মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের পুরস্কার উৎসাহব্যঞ্জক। বিএসইসির চেয়ারম্যান কমিশনের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
অন্যদিকে একজন কর্মকর্তাকে দক্ষতা, নৈতিকতা ও বুদ্ধিবৃত্তিক মানদন্ডে উত্তীর্ণ হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন বিএসইসির কমিশনার মো. আব্দুল হালিম।
(ঢাকাটাইমস/২৭জুন/এসকেএস)
সংবাদটি শেয়ার করুন
পুঁজিবাজার বিভাগের সর্বাধিক পঠিত
পুঁজিবাজার এর সর্বশেষ

পাঁচ বছর পর ফের উৎপাদনে ফিরেছে সিঅ্যান্ডএ টেক্সটাইল, দায়িত্বে আলিফ গ্রুপ

নাভানা ফার্মার আইপিও আবেদন ১৩ সেপ্টেম্বর শুরু

বাজার মূলধন কমেছে ১০ হাজার কোটি টাকা

সপ্তাহের বৃদ্ধির শীর্ষে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড

বিএসইসির চেয়ারম্যানকে স্ট্যান্ডার্ড ব্যাংকের অভিনন্দন

সপ্তাহের দরপতনের শীর্ষে মোজাফফর স্পিনিং

সপ্তাহের লেনদেনের শীর্ষে বেক্সিমকো

ডিএসইতে পিই রেশিও কমেছে ২.২৬ শতাংশ

সপ্তাহের রিটার্নে দাম কমেছে ১৬ খাতে
