পদ্মা সেতু চালুর আনন্দে চলচ্চিত্র পরিষদের র‌্যালি

প্রকাশ | ২৭ জুন ২০২২, ১৪:৪৭ | আপডেট: ২৭ জুন ২০২২, ১৪:৫০

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

শনিবার উদ্বোধন হয়েছে স্বপ্নের পদ্মা সেতুর। রবিবার ভোর থেকে শুরু হয়েছে যান চলাচল। আনন্দে ভাসছে সারাদেশ। তাতে শরিক হলো চলচ্চিত্রের ১৯টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র পরিষদ। সোমবার সকালে বিএফডিসিতে এ উপলক্ষে তারা একটি আনন্দ র‌্যালি বের করে।   

র‌্যালিতে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিষদের আহবায়ক চিত্রনায়ক আলমগীর। আরও ছিলেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, মহাসচিব শাহীন সুমন, কাজী হায়াত, দেলোয়ার জাহান ঝন্টু, শিল্পী সমিতির নেতা রিয়াজ, ফেরদৌস, নিপুণ, সীমান্তসহ সংগঠনগুলোর নেতাকর্মীরা।

এসময় নায়ক আলমগীর বলেন, ‘পদ্মা সেতু আমাদের নিজেদের অর্থায়নের সেতু। এই সেতু আমাদের অহংকার। আমরা এই অহংকার অর্জন করেছি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তার কাছে আমাদের কৃতজ্ঞতা।’

নায়ক রিয়াজ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মজবুত নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি। তার একটি নিদর্শন এই পদ্মা সেতু। যা আমাদের আবেগের, গর্বের অর্জন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই দেশি-বিদেশি ষড়যন্ত্র দমন করে নিজেদের অর্থায়নে এই সেতু উপহার দেয়ায়।’

অভিনেত্রী নিপুণ বলেন, ‘পদ্মা সেতুর নির্মাণ আমাদের দেশকে বিশ্ববাসীর কাছে অনেক মর্যাদার জায়গায় নিয়ে গেছে। এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মজবুত নেতৃত্ব ও দৃঢ়চেতা মনোভাবের জন্য। আমাদেরকে তিনি গর্বিত করেছেন।’

নায়ক ফেরদৌস বলেন, ‘পদ্মা সেতু আমাদের গর্ব, অহংকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই এই অর্জন আমাদের জন্য বয়ে আনায়। তার একান্ত ইচ্ছা ও প্রচেষ্টাতেই আমরা স্বপ্নের পদ্মা সেতু আজ দৃশ্যমান দেখতে পাচ্ছি।’

এছাড়া র‌্যালিতে আরও বক্তব্য রাখেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, বরেণ্য পরিচালক কাজী হায়াতসহ অনেকে। এর আগে শনিবার মাওয়া ও জাজিরায় পদ্মা সেতুর ফলক ও ম্যুরাল উদ্বোধনে শোবিজের অনেক তারকা সশরীরে হাজির ছিলেন।

(ঢাকাটাইমস/২৭ জুন/এলএম/এএইচ)