পদ্মা সেতুর ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা নৈতিক দায়িত্ব: আফজাল হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুন ২০২২, ১৯:৫৪

পদ্মা সেতুর ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা দেশের মানুষের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।

তিনি বলেন, ‘পদ্মা সেতু নিয়ে যারা ষড়যন্ত্র করবে এদেরকে শুধু আইনগতভাবে না রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিহত করা নৈতিক দায়িত্ব।’

সোমবার পটুয়াখালী জেলা আওয়ামী লীগ আয়োজিত পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আফজাল হোসেন বলেন, ‘পদ্মা সেতু আমাদের অহংকারের জায়গা। এটি বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির চাবি। পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশ সর্বক্ষেত্রে এগিয়ে গিয়েছে। কিন্তু একটি গোষ্ঠী পদ্মা সেতু নিয়ে শুরু থেকে ষড়যন্ত্র করছে, এখনো তারা থেমে নেই। উদ্বোধনের পরও তারা এটি নিয়ে ষড়যন্ত্র ও মিথ্যাচার করছে।’

তিনি আরো বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন সর্বক্ষেত্রে সমৃদ্ধ। বিশ্ব দরবারে বাংলাদেশ আজ সম্মানিত। প্রধানমন্ত্রী সবসময় দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। কেউ যদি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমরা তাদের কঠোর ভাবে প্রতিহত করবো।’

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান।

অন্যদের মধ্যে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক একেএম খায়েরুল আহসান খায়ের, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক অ্যাড. শাহিন মিয়া, পটুয়াখালী জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গাজী আলী হোসেন, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য সরদার সোহরাব হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য মো. মিজানুর রহমান মনির খান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন হাওলাদার ও জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন সহ জেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৭জুন/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :