রাজশাহীতে বিপুলসংখ্যক মাদকসহ গ্রেপ্তার ১

প্রকাশ | ২৭ জুন ২০২২, ২০:৩৪

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস

রাজশাহীতে বিপুল পরিমাণ নেশা জাতীয় মাদকদ্রব্যসহ রুবেল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন ডিবি পুলিশ। সোমবার দুপুরে মাদক আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে মহানগরীর গুড়িপাড়া এলাকার তিন রাস্তার মোড় থেকে গ্রেপ্তার করা হয়। তিনি কাশিয়াডাঙ্গা থানার হারুপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে।

সোমবার দুপুরে আরএমপির ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি জানান, গত রাতে ডিবি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে গোপন সংবাদে কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া সাকিনাস্ত চালনা সাকো নামক স্থানে তিন রাস্তার মোড়ে রুবেল নামে এক যুবককে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ২ হাজার ৮৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬০০ ইয়াবা ট্যাবলেট ও ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদকদ্রব্যগুলো বিক্রির উদ্দেশ্যে সে শহরের দিকে নিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬ লাখ ৯৬ হাজার টাকা।

(ঢাকাটাইমস/২৭জুন/এলএ)